গাজীপুরে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময়


গাজীপুর প্রতিনিধি
প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০২৪ । ৬:৩৪ অপরাহ্ণ
গাজীপুরে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময়
গাজীপুরে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময়

গাজীপুর মহানগর জামায়াত ইসলামীর নেতাকর্মীদের সাথে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুুষ্ঠিত হয়েছে। ৯ সেপ্টেম্বর সোমবার সকাল ১১টায় নগরীর শিববাড়ি ইউরো বাংলা চাইনিজ হোটেল এন্ড রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে ও ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং মহানগর জামায়াতের মিডিয়া সেক্রেটারী সালাউদ্দিন আয়ুবীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় প্রচার সেক্রেটারী এডভোকেট মতিউর রহমান আকন্দ।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহানগর জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মোঃ খায়রুল হাসান, গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারী আবু সাঈদ মোঃ ফারুক, সহকারী সেক্রেটারী ও কেন্দ্রীয় শুরা সদস্য মোঃ হোসেন আলী, মোঃ আফজাল হোসাইন, শিবিরের মহানগর সভাপতি হাফেজ মোঃ আবু হানিফ, মডেল ইনস্টিটিউট শাখার সভাপতি ও তা’মিরুল মিল্লাত কামিল মাদরাসা টংগী শাখার ভিপি মোঃ আব্দুল্লাহ আল মিনহাজ।

সাংবাদিকদের মধ্যে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমার টিটু, সাধারণ সম্পাদক শাহ্ সামসুল হক রিপন, সি:সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাবেক সভাপতি অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক , মোঃ মজিবুর রহমান, সি: সাংবাদিক ইকবাল আহমেদ সরকার , শরীফ ইসলাম শামীম ও গাজীপুর সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ খলীলুর রহমান।

এসময় জামায়াত মহানগর কর্ম-পরিষদ সদস্য মোঃ নজরুল ইসলাম, মহানগর জামায়াতের বাইতুল মাল সেক্রেটারি মাও. সাখাওয়াত হোসাইন, জামায়াতের কর্ম-পরিষদ সদস্য মো: জহিরুল ইসলাম ও গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট এবং ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

কা/মা-০৯-০৯

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১