চাকরি জাতীয়করণের দাবিতে গাজীপুরে আনসার সদস্যদের বিক্ষোভ মানববন্ধন


গাজীপুর প্রতিনিধি
প্রকাশের সময় : আগস্ট ২৪, ২০২৪ । ৮:২০ অপরাহ্ণ
চাকরি জাতীয়করণের দাবিতে গাজীপুরে আনসার সদস্যদের বিক্ষোভ মানববন্ধন
চাকরি জাতীয়করণের দাবিতে গাজীপুরে আনসার সদস্যদের বিক্ষোভ মানববন্ধন

গাজীপুরে কর্মরত আনসার বাহিনীর সদস্যরা বৈষম্য ও বঞ্চনা দূরীকরণের প্রত্যয়ে, চাকরি জাতীয়করণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে।

শুক্রবার (২৩ আগস্ট) সকালে গাজীপুর প্রেসক্লাব ফটকের সামনে আনসার সদস্যদের সমন্বয়ক বুলবুল ইসলাম, লাবলু মিয়া, সালাউদ্দিন’র নেতৃত্বে জেলার বিভিন্ন ক্যাম্পে কর্মরত প্রায় ৭-৮শ আনসার বাহিনীর সদস্যরা এই বিক্ষোভ ও মানববন্ধনে অংশ গ্রহণ করেন। এসময় মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাজীপুররে কর্মরত আনসার কমান্ডার ওবায়াদুল হক, মঞ্জু মিয়া ও প্রদিপ কুমার প্রমুখ।

কমান্ডার ওবায়াদুল হক আনসার সদস্যদের উদ্দেশ্য করে বলেন, আমরা শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করবো। আমরা কোন উশৃংখল হবো না, সুশৃংখল ভাবে আমাদের দাবি আদায়ের লক্ষে আন্দোলন করবো। আমরা জনগণের কোন প্রকার সমস্যা ও রাস্তা ঘাট বন্ধ করবো না। আনসার বাহিনীতে আমাদের যদি অধিকার থাকে তাহলে নিশ্চয়ই কতৃপক্ষ এই ন্যায্য দাবি মেনে নিবেন।

কমান্ডার প্রদীপ কুমার বলেন, শান্তি শৃংখলা যেখানে আনসার বাহিনী সেখানে আমরা কোন বিশৃঙ্খলা করবো না। আমাদের দাবি একটাই সেটা হলো আনসার সদস্যদের চাকরি জাতীয়করণের। এই আন্দোলন আমরা শান্তিপূর্ণ ভাবে করবো।

কমান্ডার মঞ্জু মিয়া বলেন, বাংলাদেশের জাতীয় দুর্যোগ মোকাবেলায় সবার আগে আনসার বাহিনীর সদস্যরা ঝাপিয়ে পড়ে। আমার প্রশ্ন সেই আনসার কেন আজ এতো অবহেলিত থাকবে। তিনি আরো বলেন, দাবি একটাই আমরা চাই আমাদের চাকরি স্থায়ী হোক।

কাআমা/গা-24-24

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১