গাজীপুর প্রতিনিধি:
২৬ জুন রবিবার সকাল ১০টায় নগরীর ভাওয়াল রাজবাড়ী রোডে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক বিশাল মানববন্ধন কর্মসূচির আয়োজন করে যুব উন্নয়ন ফোরাম, গাজীপুর মহানগর। বক্তারা তাদের বক্তৃতায় বলেন, বর্তমান সময়ে দেশজুড়ে মাদকের ছোঁবলে যুব সমাজ আজ ধ্বংসের ধারপ্রান্তে। সকল ধরনের নেশামুক্ত, সুস্থ্য ও সুন্দর আগামীর বাংলাদেশ বিনির্মাণের লক্ষে আমরা নগরীর বিভিন্ন এলাকা থেকে স্বতষ্ফুর্তভাবে এ কর্মসূচিতে অংশ নিয়েছি। এসময় মানববন্ধনকারীদের কণ্ঠে বারবার একটিই শ্লোগান উচ্চারিত হয়, আসুন সবাই মিলে মাদককে না বলি, সুন্দর সমাজ গড়ে তুলি।
এই মানববন্ধনে বিশিষ্ট শিক্ষানুরাগী ও ব্যবসায়ী মুহাম্মদ হোসেন আলীর সভাপতিত্বে ও বিশিষ্ট সমাজকর্মী জিয়াউর রহমানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচিত সাবেক অডিটর এডভোকেট মুহাম্মদ ফখরুদ্দিন আকবরী, মোঃ জাহিদ আহমেদ, মুহাম্মদ মাসুম বিল্লাহ, ফজলুল হক নোমান, হাসিব, সোহেল খন্দকার, মকবুল হোসেন প্রমুখ।
আপনার মতামত লিখুন :