শ্রীপুরে নিখোঁজ স্কুল ছাত্রী ১৭দিনেও উদ্ধার হয়নি


বার্তাবিডি প্রতিবেদক, শ্রীপুর: গাজীপুরের শ্রীপুরে স্কুল ছাত্রী মারুফা আক্তার (১২) কোচিং শেষে বাড়িতে না ফিরে নিখোঁজ হ্ওয়ার সতের দিন পরেও উদ্ধার হয়নি। সে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের আমিনুল ইসলামের মেয়ে এবং টেপিরবাড়ি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। গত ৯ আগস্ট (সোমবার) সকালে কোচিং করতে গেলে উপজেলার টেপিরবাড়ি এলাকা থেকে ওই ছাত্রী নিখোঁজ হয়।

নিখোঁজ ছাত্রীর বাবা আমিনুল ইসলাম জানান, করোনাকালীন সময়ে স্কুল বন্ধ থাকায় তার মেয়ে স্কুলের সহকারী শিক্ষিকা সালমা আক্তারের বাড়িতে কোচিং করতো। ৯ আগস্ট (সোমবার) সকালে তার মেয়ে কোচিংয়ে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। মেয়ের বাড়ি ফিরতে বিলম্ব হলে তিনি শিক্ষিকা সালমা আক্তারের বাড়ি গিয়ে জানতে পারেন তার মেয়ে দশটার দিকে বাড়ি চলে গেছে। দিনভর সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও মেয়ের কোন সন্ধান করতে পারেন নাই। এক পর্যায়ে ছাত্রীর পিতা ওই দিনই শ্রীপুর থানায় সাধারণ ডাইরী করেন।

তিনি আরও বলেন, জিডি করার পর থেকে একই এলাকার নুরু মিয়ার ছেলে মোজাম্মেল মোবাইল ফোনে তাকে জানায়, সে ওই ছাত্রীকে তুলে নিয়ে গেছে। মামলা মোকদ্দমা করলে ভিকটিমের পরিবারকে এলাকা ছাড়া করার হুমকি দিচ্ছে মোজাম্মেল। বিষয়টি তিনি তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) নাজমুল হক’কে জানিয়েছেন। সতের দিনেও ভিকটিম উদ্ধার না হওয়ায় চরম উৎকন্ঠায় রয়েছে তার পরিবার। ঘটনার পর থেকে এলাকা ছেড়ে পলাতক রয়েছে মোজাম্মেল।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) নাজমুল হক জানান, নিখোঁজ ভিকটিমের অবস্থান নিশ্চিত হওয়ার জন্য চেষ্টা করছি। স্কুল ছাত্রীকে উদ্ধারের অভিযান অব্যাহত আছে।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূইয়া জানান, মোজাম্মেলের ফোন বন্ধ রয়েছে। কললিস্টের মাধ্যমে ভিকটিমের অবস্থান অনুসন্ধান করে উদ্ধার অভিযান চলছে।