খুনীরা নাম নিশানা মুছে ফেলতেই বঙ্গবন্ধুকে হত্যা করেছিল –মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : আগস্ট ২৬, ২০২১ । ৪:৪৫ অপরাহ্ণ
খুনীরা নাম নিশানা মুছে ফেলতেই বঙ্গবন্ধুকে হত্যা করেছিল –মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বার্তাবিডি প্রতিবেদক, গাজীপুর: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন শোষিত ও বঞ্চিত মানুষের পক্ষে কথা বলেছেন। শোষনের বিরুদ্ধে লড়াই করে গেছেন। বাঙলার জনগন বঙ্গবন্ধুর কথাই বলে। খুনীরা নাম নিশানা মুছে ফেলতেই বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। এখন বঙ্গবন্ধুর নাম কোটি কোটি মানুষের হৃদয়ে। বঙ্গবন্ধু এদেশের মানুষের অর্থনৈতিক রাজনৈতিক ও সামাজিক মুক্তির জন্য পশ্চিমাদের বিরুদ্ধে সংগ্রাম করার ডাক দিয়েছিলেন।

মন্ত্রী বৃহস্পতিবার বিকেলে গাজীপুর সদর উপজেলার মনিপুর উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে স্থানীয় উপজেল আওয়ামী লীগ আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মোশারফ হোসেন দুলালের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহম্মদ ইকবাল হোসেন সবুজ। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট আবুবকর সিদ্দিক, দেলোয়ার হোসেন দেলু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রীনা পারভীন, রিয়াজ উদ্দিন রিয়াজ, মিজানুর রহমান মাস্টার, লিটন মিয়া প্রমুখ।

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০