গাজীপুরের কোনাবাড়ী থানায় বিতর্কিত কমিটি ঘিরে পদ বঞ্চিতদের বিক্ষোভ অব্যাহত


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : অক্টোবর ১২, ২০২১ । ২:৩৩ অপরাহ্ণ
গাজীপুরের কোনাবাড়ী থানায় বিতর্কিত কমিটি ঘিরে পদ বঞ্চিতদের বিক্ষোভ অব্যাহত

বার্তাবিডি প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের ঘোষিত ইউনিট কমিটি ঘিরে বিক্ষোভ অব্যাহত রয়েছে। ৩ অক্টোবর মহানগরের ৯টি থানা কমিটি ঘোষণার পর থেকেই গত প্রায় ২ সপ্তাহ ধরে পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে আসছে।

আজ ৩য় দিনের মত কোনাবাড়ী থানায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ মহাসড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এসে শেষ হয়। পদবঞ্চিত নেতাকর্মীদের অভিযোগ, বিভাগীয় টীমের সাথে আর্থিক লেনদেনের মাধ্যমে বিতর্কিত অনেকেই এই কমিটিতে জায়গা পেয়েছে অথচ যারা অতীতে দলের আন্দোলন, সংগ্রামে ভূমিকা রেখেছে তাদের বাদ দেওয়া হয়েছে।

বিক্ষুব্ধ আন্দোনলকারী নেতারা বলেন, ঘোষিত কোনাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের কমিটি তৃণমূল প্রত্যাখান করেছে, তারা অবিলম্বে এই কমিটির বিলুপ্তির দাবি জানায়। উল্লেখ্য কমিটি ঘোষণার পর থেকে মহানগরের বিভিন্ন ইউনিটে ৮/১০টি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, তাদের প্রায় সকলেরই দাবি কমিটিগুলোতে আর্থিক অনিয়মের মাধ্যমে অযোগ্যদের পদায়ন করা হয়েছে।

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০