গ্রেপ্তারকৃতদের কাছ থেকে জাতি জানবে মন্দিরে হামলাকারীদের মদদদাতা কারা –মুক্তিযুদ্ধমন্ত্রী


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২১ । ১:২৬ অপরাহ্ণ
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে জাতি জানবে মন্দিরে হামলাকারীদের মদদদাতা কারা –মুক্তিযুদ্ধমন্ত্রী

বার্তাবিডি প্রতিবেদক, গাজীপুর: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক দেশে মন্দিরে হামলা ও প্রতিমা ভাংচুর প্রসঙ্গে বলেছেন, যারা আমাদের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি এবং স্বাধীনতায় প্রত্যক্ষভাবে বিরোধীতা করেছে। সেই অপশক্তিরা এ দেশকে একটা অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য বিভিন্ন সময় ষড়যন্ত্র করে যাচ্ছে। মন্দিরে হামলার পেছনে তাদের সম্পৃক্ততা থাকতে পারে।

মন্ত্রী আরও বলেন, আশা করছি অচিরেই হামলাকারীদের আইনের আওতায় আনা হবে। তাদের কাছ থেকেই জাতি ও বিশ্ববাসী জানবে তাদের মদদদাতা কারা, আশ্রয়দাতা কারা। প্রকৃত দোষীরা অচিরেই চিহ্নিত হবে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেলে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের পাশে গাজীপুর কালেক্টরেট হাইস্কুল-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এসব কথা বলেছেন। এসময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, গাজীপুরের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, গাজীপুর জেলা প্রশসক এসএম তরিকুল ইসলাম, গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী জামিল আহম্মেদ, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন সরদার, গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মো. জাকির হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, যেখানে যত বেশি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠবে সেখানকার মানুষ ততবেশি উপকৃত হবে। গাজীপুরে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান ও এখানকার শিক্ষা প্রতিষ্ঠানে আসন সীমিত থাকায় অনেকেই ঢাকার বিভিন্ন স্কুলে ভর্তি হচ্ছে। আশা করছি গাজীপুর কালেক্টরেট হাইস্কুলটি জেলা প্রশাসকের তদারকিতে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এ হাসপাতালে অনেক সীমাবদ্ধতা রয়েছে, জনবল সংকট রয়েছে। যে পরিমাণ জনবল দরকার তার তিন ভাগের একভাগ জনবলও এখানে নেই। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করে এ সংকট দূর করতে সহযোগিতা করব।

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০