বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘিরে আবারো বিক্ষোভ

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘিরে আবারো বিক্ষোভ
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় :

বার্তাবিডি প্রতিবেদক, গাজীপুর: বিতর্কিত লোকদের পদায়নের প্রতিবাদে বৃহস্পতিবার (২১ অক্টোবর) আজ টঙ্গী স্টেশন রোডে স্বেচ্ছাসেবক দলের পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। মিছিলটি স্টেশন রোড থেকে শুরু হয়ে আনারকলি যেয়ে শেষ হয়। মিছিল শেষে বিক্ষুব্ধ নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক দল বিভাগীয় টীমের বহিষ্কার দাবি করেন। মিছিলটি নেতৃত্ব দেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম বাবু, সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আবুল খলিফা, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের শাহীন আহম্মেদ, আবুল হোসেন, আশরাফুল আলম, হাসান চৌধুরী, পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের ইকবাল হোসেন, আক্তার হোসেন লিটন।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তৃতায় রাশেদুল ইসলাম বাবু বলেন, আমরা যারা অতীতে রাজপথে ছিলাম, শুধুমাত্র আমরাই এখনো রাজপথে আছি। যেখানে সুনির্দিষ্ট আওয়ামী সংশ্লিষ্ট ব্যক্তিদের এই কমিটিতে রাখা হয়েছে, কি অপরাধে আমাদের কমিটিতে রাখা হয় নাই?

শাহীন আহম্মেদ বলেন, আমি দীর্ঘদিন স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সাথে সম্পৃক্ত আছি, আমি পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব প্রার্থী ছিলাম কিন্তু আমাকে এই কমিটিতে রাখা হয় নাই, আমার কি অপরাধ?

বিক্ষুব্ধ নেতাকর্মীরা বলেন, আমাদের একমাত্র দাবি অবিলম্বে স্বেচ্ছাসেবক দল ঢাকা বিভাগীয় টীমের পদত্যাগ চাই এবং বিতর্কিতদের বাদ দিয়ে ত্যাগীদের মূল্যায়ন করতে হবে। অন্যথায় এই আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের ৯টি কমিটি গঠনের পর থেকেই গাজীপুরের টঙ্গী পূর্ব, টঙ্গী পশ্চিম, মেট্রো, বাসন, কোনাবাড়ী থানায় দফায় দফায় বিক্ষোভ চলছে।