ডুয়েটের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ডা. দীপু মনি যা বললেন


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : সেপ্টেম্বর ২, ২০২১ । ১:৫০ অপরাহ্ণ
ডুয়েটের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ডা. দীপু মনি যা বললেন
ফাইল ছবি

বার্তাবিডি প্রতিবেদক, গাজীপুর: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর ১৮তম বর্ষপূর্তি উপলক্ষ্যে বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে ভার্চুয়াল আলোচনা সভায় শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি, এমপি বলেন, ডুয়েট নামকরণে তৎকালীন শিক্ষার্থীদের যে গৌরব রয়েছে, তা ধরে রাখতে হবে। ডুয়েট শিক্ষা, গবেষণা, প্রকাশনা ও সহ-শিক্ষা কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যাচ্ছে জেনে আমি আনন্দিত।

তিনি আরও বলেন, শুধু পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের সাহিত্য-সংস্কৃতি ও খেলাধূলাসহ অন্যান্য সকল ভালো কাজে যুক্ত থাকতে হবে। প্রকৌশলীদের শুধু অ্যাকাডেমিক জ্ঞান অর্জন নয়, এর সঙ্গে ব্যবস্থাপনা, হিউম্যান রিসোর্স, নেগোশিয়েশন, যোগাযোগের দক্ষাতাসহ নানামুখী জ্ঞান অর্জন করতে হয়। তাদের এমনভাবে তৈরি করতে হবে যে, কর্মক্ষেত্রে প্রবেশের জন্য যেন পূর্ণাঙ্গ উপযোগী হন।

ডা. দীপু মনি আরো বলেন, প্রকৌশলীরা তৃণমূল থেকে মেগা প্রজেক্টের সঙ্গে যুক্ত। তারা যদি সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আরও দক্ষতা দিয়ে কাজ করে তবে ২০৪১ সালের আগেই এদেশ সুখী ও সমৃদ্ধশালী হয়ে উঠবে। তিনি ডুয়েটের সার্বিক সমস্যা সমাধানের আশ্বাস দেন।
উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনায় বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, এমপি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব হোসেন।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রশীদ। পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আবু তালেব মো. কাওসার জামিল, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, টেলিফোন শিল্প সংস্থার এমডি প্রকৌশলী ফখরুল হায়দার চৌধুরী প্রমূখ বক্তব্য রাখেন।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ অন্যান্যরা অংশগ্রহণ করেন।

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০