শ্রীপুরে গরুর লেজ কেটে বিচ্ছিন্ন


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : আগস্ট ২৫, ২০২১ । ১:৪১ অপরাহ্ণ
শ্রীপুরে গরুর লেজ কেটে বিচ্ছিন্ন
প্রতীকী ছবি

বার্তাবিডি প্রতিবেদক, শ্রীপুর: গাজীপুরের শ্রীপুরে দা দিয়ে কুপিয়ে গরুর লেজ কেটে বিচ্ছিন্ন করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার বরমী ইউনিয়নের ডালেশ্বহর গ্রামে এ নৃশংস ঘটনাটি ঘটে।

এ ঘটনায় ডালেশ্বহর গ্রামের আক্তারুজ্জামান প্রতিবেশী আ. রাজ্জাকের ছেলে মতিউর রহমান (৩৩) কে অভিযুক্ত করে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, অবৈধ বিদ্যুৎ ব্যাবহারের কারণে কিছুদিন পূর্বে মতিউর রহমানকে অর্থদণ্ড দেন বিদ্যুৎ অফিসের কর্মকর্তা। এ বিষয়ে আক্তারুজ্জামানকে সন্দেহ করে মতিউর তার সাথে শত্রুতা পোষণ করে আসছে। এরই জেরে মঙ্গলবার বিকেল ৪টার দিকে আক্তারুজ্জামানের ১২ বছরের ছেলে মেহেদী মতিউরের বাড়ির পাশ দিয়ে গরুটি নিয়ে যাবার সময় কলাগাছ খেয়ে ফেলার অভিযোগে দা দিয়ে কুপিয়ে গাভীর লেজ কেটে দেয় মতিউর রহমান। পরে গরুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।

গরুর লেজ কাটার বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত মতিউর রহমান জানান, পূর্ব শত্রুতার জেরে তাকে হয়রানি করার জন্য তার নামে মিথ্যা অভিযোগ দায়ের করেছে। কে বা কারা গরুর লেজ কেটেছে তা খুঁজে বের করার দাবিও জানান তিনি।

এলাকার সচেতন মহলের দাবি, যে বা যারাই কুপিয়ে নিরীহ গরুটির লেজ কেটেছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি দিতে হবে।

শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক রিপন আলী খান জানান, ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০