অনেক গভর্নিং বডির সদস্যরা কলেজের কাছে বিক্রি হয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর মিরপুর কমার্স কলেজ কর্তৃক আয়োজিত বার্ষিক পুরষ্কার বিতরণ ও তারুণ্যের উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
উপাচার্য বলেন, “কলেজে শিক্ষকদের দলাদলি এবং রাজনীতি বন্ধ না করা গেলে কোনো ভাবেই মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে না।” রাজনীতি যদি করতেই হয়, তাহলে কলেজের শিক্ষকতা পেশা ছেড়ে কলেজের বাহিরে গিয়ে রাজনীতি করার আহ্বান জানান তিনি। আদর্শ শিক্ষক হিসেবে শুধুমাত্র শিক্ষকের পরিচয় দেয়ার জন্য শিক্ষকদের মনোযোগ আকর্ষণ করেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। এছাড়া মিরপুর কমার্স কলেজের প্রধান অতিথির বক্তব্য শেষে জুলাই বিপ্লবে নিহত শহীদ আকরাম খান রাব্বি স্মৃতি পাঠাগারের ফলক উন্মোচন করেন জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য।
একই দিন দুপুরে রাজধানীর হযরত শাহ আলী মহিলা কলেজ কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেশের বিভিন্ন কলেজে বিদ্যমান বর্তমান গভর্নিং বডি এবং শিক্ষা ব্যবস্থার তীব্র সমালোচনা করেন তিনি। মান্ধাতার আমলের সিলেবাস পরিবর্তন এবং কারিকুলাম সংস্কার ছাড়াও নকলমুক্ত ক্যাম্পাস গড়ে তুলার উপর জোর দেন অধ্যাপক আমানুল্লাহ। নকলের অভিযোগ পাওয়া গেলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কলেজের অধিভুক্তি বাতিল করা হবে বলেও কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
বক্তব্য শেষে জুলাই বিপ্লবে নিহত হযরত শাহ আলী মহিলা কলেজের শিক্ষার্থী শহীদ মেহেরুন্নেছার পরিবারকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তিন লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর এবং শহীদ মেহেরুন্নেসার নামে কলেজে একটি পাঠাগার উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সোমবার রাত ৭টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
আপনার মতামত লিখুন :