শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

গাজীপুরে ট্রেনের নীচে কাটা পড়ে সবজি বিক্রেতা নিহত

গাজীপুরে ট্রেনের নীচে কাটা পড়ে সবজি বিক্রেতা নিহত
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় :


গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরে ২১ নভেম্বর শনিবার সন্ধ্যায় ট্রেনের নীচে কাটা পড়ে এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন। রেললাইনের পাশে বসে সবজি বিক্রির সময় এ ঘটনা ঘটে। নিহতের নাম জামাল উদ্দিন (৪৫)। তার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও থানার সোলাসিয়া গ্রামে।

নগরীর জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনের স্টেশন মাস্টার শাহজাহান মিয়া ও ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল মান্নান জানান, গাজীপুর শহরের রাজবাড়ি রোডের জয়দেবপুর লেবেল ক্রসিং এলাকায় প্রতিদিনের মতো শনিবার সন্ধ্যা ৬টা ২০মিনিটের দিকে ঢাকা-ময়মনসিংহ লাইনের পাশে বসে সবজি বিক্রি করছিলেন জামাল। এসময় কালিয়াকৈর থেকে ঢাকাগামী একটি ডেমু ট্রেনের নীচে তিনি কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।