Gazipur-City-Corporation

গাজীপুর প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের গাজীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মরহুম মোঃ কালিম লস্কর স্বরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান জেলা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

দোয়া অনুষ্ঠানটি সদর শ্রমিকদলের সভাপতি মাওলানা মোঃ সাইফুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ও ১১তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি গাজীপুর-২ থেকে মনোনিত সংসদ সদস্যপ্রার্থী জনাব আলহাজ¦ সালাউদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ মীর হালিমুজ্জামান ননী। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল গাজীপুর জেলা শাখার সভাপতি জনাব আখতারুজ্জামান বাবুল। এ সময় বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির সহ-সভাপতি এডভোকেট মেহেদী হাসান এলিস, যুগ্ম সাধারণ সম্পাদক সিটি কাউন্সিলর আলহাজ্ব হান্নান মিয়া হান্নু, সাংগঠনিক সম্পাদক ভিপি জয়নাল আবেদীন তালুকদার, গাজীপুর মহানগর শ্রমিকদলের সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক এডভোকেট জুলহাস উদ্দিন সরকার, মরহুম কালিম লস্করের সুযোগ্য সন্তান সাগর লস্কর ও হাফেজ সৈকত লস্কর প্রমুখ। উল্লেখ্য যে, মরহুম কালিম লস্কর গত শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। দোয়া অনুষ্ঠানে মরহুমের দুই ছেলে সহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে জনাব আলহাজ সালাউদ্দিন সরকার বলেন, “রাত্র যতই গভীর হয় সুবহে সাদেক ততই ঘনিয়ে আসে। প্রসবের বেদনা যতই বাড়বে দুনিয়াতে নতুন মেহমান আগমনের সময় ততই ঘনিয়ে আসবে। আমাদের উপর যত জুলুম অত্যাচার হবে আমাদের বিজয় একদিন হবেই ইনশাআল্লাহ। আমরা কোন হিংসার রাজনীতি চাই না, আমরা কোন প্রতিশোধ নিতে চাই না। আমরা চাই তারা আমাদের ভুল ধরিয়ে দিক, আর আমরাও তাদের ভুল ধরিয়ে দিব।”

বিস্তারিত দেখুন ভিডিওতে: