
গাজীপুর : ৭ নভেম্বর রবিবার গাজীপুর জেলা পুলিশ আয়োজিত পুলিশ লাইন্স মাঠে আন্তঃ জেলা ভলিবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত ভলিবল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমার বিপিএম, পিপিএম (বার)। গাজীপুর জেলা পুলিশ সুপার সামসুন্নাহারের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইন সার্ভিসিং ট্রেনিং কমান্ড মোঃ ছালেউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম প্রমুখ।
ফাইনাল খেলায় নারায়ণগঞ্জ পুলিশ দল গাজীপুর পুলিশ দলকে ৩-০ সেটে পরাজিত করে বিজয়ীর পুরস্কার জিতে নেন।