নারায়নগঞ্জের দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন: মতবিনিময় সভা


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : অক্টোবর ১৪, ২০২০ । ১০:১৬ পূর্বাহ্ণ

গত ১৩ অক্টোবর মঙ্গলবার দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে অত্র ইউনিয়নের নুরুন্নেসা স্কুল এন্ড কলেজে রূপগঞ্জ উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের উদ্যোগে আয়োজিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন নারায়ণঞ্জের জেলা প্রশাসক জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার জায়েদুল আলম, সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ্‌ নূসরাত জাহান এছাড়া আরো উপস্থিতি ছিলেন, জেলা নির্বাচন অফিসার মতিয়ুর রহমান। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোশারফ হোসেন, জেলা গ সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহিন ফরাজি, সহ সহকারী কমিশনার (ভূমি) আফিফা খাঁন, উপজেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান, বিজিবির নারায়ণগঞ্জ সহকারী পরিচালক হায়দার আলী, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম জাহাঙ্গীর ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শরীফ আহমেদ টুটুল, শফিকুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু করতে আমরা বদ্ধ পরিকর।

জনাব জসিম উদ্দিন আরও বলেন, নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচনী এলাকায় পর্যাপ্ত পরিমাণ পুলিশ, র‌্যাব, বিজিবি ও ভ্রাম্যমাণ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন থাকবে। নির্বাচন সুষ্ঠু করতে আমি আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। নির্বাচন সুষ্ঠু করতে যা করার প্রয়োজন তাই করা হবে। নির্বাচন নিয়ে কোন প্রকার গুজবে কান দেবেন না। 

পুলিশ সুপার জনাব জায়েদুল আলম বলেন, নির্বাচনে কেউ অনিয়ম করার চেষ্টা করলে কোন ছাড় দেওয়া হবে না। নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বাড়িতে থাকতে দেওয়া হবে না। যেকোনো মূল্যে দাউদপুর ইউপি নির্বাচন সুষ্ঠু হবে। যে যত প্রভাবশালী হোক আমরাদের কাছে কিছু না। আমরা আইনের চোখে সবাইকে সমান দেখতে চাই। দাউদপুর ইউপি নির্বাচন নারায়ণগঞ্জের মাঝে একটি মডেল নির্বাচন হবে। কোন ধরনের উসকানিমূলক কিছু হলে আমাদের জানান, আমরা আপনাদের পাশে থাকব।

উল্লেখ্য যে, আগামী এবছরের ২০ অক্টোবর দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা নিজ নিজ প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০