শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

গাজীপুরে ঢাকা গেজেট ২৪ ডট কমের শুভ উদ্ভোধন

গাজীপুরে ঢাকা গেজেট ২৪ ডট কমের শুভ উদ্ভোধন
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় :

গাজীপুর : ০৬ নভেম্বর শুক্রবার গাজীপুর শহরের এক মিলনায়তনে বেলা ১১টায় ঢাকা গেজেট ২৪ ডট কমের লগো উন্মোচন ও শুভ উদ্ভোধন অনুষ্ঠিত হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল ঢাকা গেজেট ২৪ ডটকম এর সম্পাদক ও প্রকাশক মো: হাজিনুর রহমান শাহীনের সভাপতিত্বে ও সামসুল আলম শিবলীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, গাজীপুর প্রেসক্লাবে সাবেক সভাপতি মো: মজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি বাংলাদেশ প্রতিদিন জেলা প্রতিনিধি খায়রুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ‍দৈনিক যুগান্তর জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, যোগফল সম্পাদক আসাদুল্লাহ বাদল, প্রিন্সিপাল হুমায়ুন কবির, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের জনতা’র ভারপ্রাপ্ত সম্পাদক শাহ শামসুল হক রিপন, ডেইলি ইন্ডাস্ট্রিজ জেলা প্রতিনিধি প্রতাপ কুমার গোপ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তথ্য অফিসের কর্মকর্তা মো: আল আমিন খান, ঢাকা গেজেট এর বার্তা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, দৈনিক বর্তমান জেলা প্রতিনিধি রেজাউল বারী বাবুল, কবি শামস বিন হাবিব, দৈনিক আজকের জনতা’র ব্যবস্থাপনা সম্পাদক এস.এম হাবিব, সাংবাদিক সিরাজুল ইসলাম তপু, মনির হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ মুজিবুর রহমান বলেন, সাংবাদিকতায় প্রথমেই উচ্চাসনে অধিষ্ঠিত হওয়া যায় না, ধীরে ধীরে যেতে হয়, লেখনির মাধ্যমে এগিয়ে যেতে হবে। ঘটনাস্থলে যেতে হবে। নিজের মত করে জানতে হবে, বস্তুনিষ্ঠতা রক্ষা করতে হবে। কোন একটি বিষয়ের খবর দিতে হলে অবশ্যই মাঠে যেতে হবে। তিনি আরো বলেন, বিভিন্ন ডিপার্টমেন্টের সমস্যা সম্ভাবনা তুলে ধরতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহের মাধ্যমে নিজের অবস্থান নিজেকেই গড়ে নিতে হবে। নিজের অর্জন নিজেকেই মজবুত করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে খায়রুল ইসলাম বলেন,  আমার সাংবাদিকতার ২১ বছরে অনেকে কোটিপতি হয়েছেন, কিন্তু আমি এখনো ভাড়া বাসায় থাকি। সাংবাদিকতার পাশাপাশি আমাদেরকে অন্য পেশাতেও থাকতে হবে। তিনি আরো বলেন, বর্তমানে তথ্য অধিকার আইন হওয়ার পর আমাদের হাত পা বাঁধা। শিক্ষানবিস হবু সাংবাদিকদের তিনি বলেন, আসলে সাংবাদিকতা করতে হলে ঘর হতে বের হতে হবে। ঘটনাস্থল থেকে সংবাদ সংগ্রহ করতে হবে। “

বিশেষ অতিথির বক্তব্যে আমিনুল ইসলাম বলেন, “আগামী দিনের সংবাদ মাধ্যম হবে অনলাইনে। সাংবাদিকতা একটি মহৎ পেশা। এ পেশার মান আমাদেরকেই রক্ষা করতে হবে। সাংবাদিকতা যদি এতো সহজ বিষয়ই হতো তবে বিশ্ববিদ্যালয়ে এটি পড়ানো হতো না। সুতরাং একজন বস্তুনিষ্ঠ সাংবাদিক হতে হলে অধ্যবসায়ের বিকল্প নেই।”

অতিথিদের প্রতিক্রিয়া ও সংক্ষিপ্ত বক্তব্য শেষে ঢাকা গেজেট ২৪ ডট কমের লগো উন্মোচন ও শুভ উদ্ভোধন ঘোষণা করা হয়। অনলাইন পত্রিকাটির ওয়েব এড্রেস হচ্ছে www.dhakagazette24.com [1]

#বার্তা বিডি/ এসআইতপু