রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

গাজীপুরে জেলা পুলিশের চেতনায় স্বাধীনতা নামে একটি ভাস্কর্য উদ্ভোধন

গাজীপুরে জেলা পুলিশের চেতনায় স্বাধীনতা নামে একটি ভাস্কর্য উদ্ভোধন
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় :

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর জেলা পুলিশের পরিকল্পনা ও বাস্তবায়নে জেলা পুলিশ লাইন্সে মূল ফটকের পাশেই ‘চেতনায় স্বাধীনতা’ নামের একটি ভাস্কর্যের শুভ উদ্ভোধন করেন পুলিশ প্রধান ড. বেনজির আহমেদ। এই উপলক্ষে ৩০ডিসেম্বর বুধবার বিকাল ৩টায় পুলিশ লাইন্স মিলনায়তনে এক অনুষ্ঠানে আইজিপি ভার্চুয়ালে বক্তব্য রাখেন।

আইজিপি তার বক্তব্যে বলেন, বিজয়ের এই মাসে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করার লক্ষ্যে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণসহ জাতীয় চার নেতাসহ মুক্তিযুদ্ধের ইতিহাসকে তুলে ধরে গাজীপুর জেলা পুলিশ যে মহৎ কাজটি করেছেন তার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। পুলিশ জনগণের সেবার পাশাপাশি এধরণের কাজ করলে এ পেশার মান আরো বৃদ্ধি পাবে বলে আমি আশা প্রকাশ করছি। গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার এর সভাপতিত্বে আরো ভার্চুয়ালে বক্তব্য রাখেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো: হাবিবুর রহমান। এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার লুৎফুল কবির, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জিহাদুল কবির, গাজীপুরের জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলাম, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, ডা. নন্দিতা মালাকার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো: রাসেল শেখ। এছাড়াও বিভিন্ন থানার পুলিশ পরিদর্শকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক কর্মীবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।