শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

গাজীপুরের কাপাসিয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে নিলামে ১ লক্ষ ২০ হাজার টাকা আদায়

গাজীপুরের কাপাসিয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে নিলামে ১ লক্ষ ২০ হাজার টাকা আদায়
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় :

গত ২২ সেপ্টেম্বর ২০২০ খ্রি. তারিখ গাজীপুর জেলায় কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোসাঃ ইসমত আরা। গাজীপুর জেলা প্রশাসকের অনলাইন ব্রিফিং থেকে এসব তথ্য জানা যায়।

সূত্রে উল্লেখিত বিবরণীতে জানা যায়, কাঠ পুড়িয়ে কয়লা উৎপাদনের ফলে সৃষ্ট ধোঁয়ার ব্যপকতায় কারখানার আশেপাশের এলাকায় জনজীবন বিপন্ন করায় জনস্বার্থে উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে কারখানার শ্রমিকরা পলায়ন করে। কারখানায় ব্যবহৃত কাঠ, ইট এবং অন্যান্য সামগ্রী তাৎক্ষণিক নিলাম করে ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা আদায় করা হয়।

উক্ত মোবাইল কোর্ট পরিচালনায় সিংহশ্রী তদন্ত কেন্দ্রের পুলিশ বাহিনীর সদস্যগণ সহযোগিতা করেন।

জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে উল্লেখ করা হয়েছে।