গাজীপুরে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক কার্যক্রম শীর্ষক ওরিয়েন্টেশন কর্মশালা


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : অক্টোবর ৩১, ২০২০ । ১১:২৮ পূর্বাহ্ণ

গাজীপুর প্রতিনিধি : ৩১ অক্টোবর শনিবার দিনব্যাপী জেলা তথ্য অফিস গাজীপুরের আয়োজনে সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন পরিষদ হল রুমে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের জিওবি খাতের অধীনে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আক্তার উজ্জামান শুকুর এর সভাপতিত্বে ও জেলা তথ্য কর্মকর্তা মুন্সি মোঃ জালাল উদ্দিনের সঞ্চায়লনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) ডা. নন্দিতা মালাকার। কর্মশালার বিশেষ অতিথি প্রোগ্রামের মূল বিষয়ের উপর আলোচনা পেশ করেন সদর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা কার্যালয়ের সহকারী সার্জন ডা. মুহাম্মদ আব্দুল্লাহ সাদ।


উক্ত কর্মশালায় বর্তমান করোনা পরিস্থিতিতে আমাদের করণীয় শিশু ও নারী উন্নয়নে সচেতনতা সহ বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়। এসময় ইউনিয়ন পরিষদের সদস্য, শিক্ষক, সাংবাদিক, ধর্মীয় ব্যক্তিত্ব, এনজিও কর্মী, ক্রীড়াবিদসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

#এস.এম হাবিব, গাজীপুর।

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১