হারিয়ে যাচ্ছে পুকুরগুলো


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৪, ২০২০ । ১০:০৫ পূর্বাহ্ণ

গাজীপুর মহানগরীর ২৬ নং ওয়ার্ডের অন্তর্গত মুন্সিপাড়া মসজিদ সংলগ্ন ঐতিহাসিক পুকুরটি একসময় পরিস্কার স্বচ্ছ পানিতে টলটল করতো।

উল্লেখ্য যে, ভাওয়ালের রানী বিলাশমনি তার মুসলিম কর্মচারীদের নামাজের সুবিধার জন্য ভাওয়াল পরগণার মুন্সিপাড়া এলাকায় ১৮৮০ সালে একটি মসজিদ স্থাপন করেন, যা বর্তমানে মুন্সিপাড়া জামে মসজিদ নামে পরিচিত।

এলাকার একজন পরিবেশপ্রেমি জাহিদ হাসান জনি বলেন, ঐ মসজিদের মুসুল্লীদের ওযু এবং স্থানীয়দের গোসল ও অন্যান্য কাজের সুবিধার জন্য রানী বিলাসমনি এই ঐতিহাসিক পুকুরটি খনন করেন।


তিনি আরো বলেন, একসময় এই পুকুরটিতে শান বাধানো একটি ঘাট ছিলো, যাতে ঐ সময়ের বাংলা হরফে এটির খননের তারিখ উল্লেখ করা ছিলো।
দূর দূরান্ত থেকে এখানে গোসল করার জন্য মানুষ চলে আসতো। সেগুলো সবই এখন স্মৃতি। ময়লা আবর্জনার ভাগাড়ে পরিনত হয়েছে এখন এটি। কর্তৃপক্ষ অবশ্য ময়লা আবর্জনা ফেলা রোধ করার জন্য নেটের বাউন্ডারী নির্মাণ করে দেয়। কিন্তু তারপরও থেমে নেই ময়লা ফেলার প্রবণতা।

পুকুরটি পরিস্কার করে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেবার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার সচেতন পরিবেশবাদীগণ।

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০