টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘিরে আবারো বিক্ষোভ


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : অক্টোবর ১৩, ২০২১ । ২:২৩ অপরাহ্ণ

বার্তাবিডি প্রতিবেদক, গাজীপুর: বিতর্কিত লোকদের পদায়নের প্রতিবাদে আজ বুধবারও (১৩ অক্টোবর) স্বেচ্ছাসেবক দলের পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। মিছিলটি চেরাগআলী থেকে শুরু হয়ে টঙ্গী কলেজগেট যেয়ে শেষ হয়। মিছিল শেষে বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিভাগীয় টীমের কুশপুত্তলিকা দাহ করে।

মিছিলটি নেতৃত্ব দেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম বাবু, সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আবুল খলিফা, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের শাহীন আহম্মেদ, আবুল হোসেন, আশরাফুল আলম, হাসান চৌধুরী, পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের ইকবাল হোসেন, আক্তার হোসেন লিটন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে রাশেদুল ইসলাম বাবু বলেন, ‘আমি ২০০৩ সাল থেকে ছাত্রদলের ক্রীড়া সম্পাদক পদে ছিলাম, আন্দোলন-সংগ্রামে অংশ নিয়ে ৩টি মামলার আসামি হয়েছি কিন্তু শুধুমাত্র ব্যক্তিগত আক্রোশের কারণে আমাকে টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে।

শাহীন আহম্মেদ বলেন, ‘আমি দীর্ঘদিন স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সাথে সম্পৃক্ত আছি, আমি পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব প্রার্থী ছিলাম কিন্তু আমাকে এই কমিটিতে রাখা হয় নাই, আমার কি অপরাধ?’

বিক্ষুব্ধ নেতাকর্মীদের বলেন ‘আমাদের একমাত্র দাবি অবিলম্বে আওয়ামী ঘেষা, বিতর্কিতদের বাদ দিতে হবে এবং দলের জন্য কাজ করা কর্মীদের দিয়ে কমিটি পুনর্গঠন করতে হবে, অন্যথায় এই আন্দোলন চলছে, চলবে।’ উল্লেখ্য গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের কমিটি পর থেকেই বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদ হয়ে আসছে।

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১