কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) গাজীপুর জেলা শাখার কমিটি গঠিত


বার্তাবিডি অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৪ । ৩:২৬ অপরাহ্ণ
কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) গাজীপুর জেলা শাখার কমিটি গঠিত
সভাপতি-অধ্যাপক রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক-ধ্যাপক শামসুল হুদা লিটন

সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন বাংলাদেশের অবিসংবাদিত শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভূইয়ার নেতৃত্বাধীন বৃহত্তম পেশাজীবি সংগঠন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) গাজীপুর জেলা শাখার কমিটি গঠিত হয়েছে। নব গঠিত জেলা কমিটির সভাপতি হলেন অধ্যাপক রফিকুল ইসলাম এবং দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক অধ্যাপক শামসুল হুদা লিটন।

২৪ আগস্ট সকাল ১০ টায় জেলা শহরের কাজী আজিম উদ্দিন কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সংগঠনের ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূইয়া। পরে সেলিম ভূইয়ার নির্দেশে ৩১ আগস্ট শনিবার বিকালে কাজী আজিম উদ্দিন কলেজ মিলনায়তনে জেলা কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্য জোটের অতিরিক্ত মহাসচিব মো: জাকির হোসেন।

প্রধান অতিথি হিসেবে তিনি নব গঠিত গাজীপুর জেলা কলেজ শিক্ষক সমিতির আংশিক কমিটির নাম ঘোষণা করেন। এ সময় অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন, শিক্ষক কর্মচারী ঐক্য জোটে গাজীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাষ্টার, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান, প্রিন্সিপাল হুমায়ুন কবির, শিক্ষক নেতা মো: শাহাবুদ্দিন, আহমদ আলী মাষ্টার, ফজলুল হক কুসুম, মাওলানা সিদ্দিকুর রহমান, মোবারক হোসেন, আনোয়ার সাদেক প্রমূখ।

নবগঠিত কলেজ শিক্ষক সমিতির সভাপতি রফিকুল ইসলাম জেলার শ্রীপুর উপজেলার পিয়ার আলী ডিগ্রি কলেজের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক এবং সাধারণ সম্পাদক শামসুল হুদা লিটন কাপাসিয়া উপজেলার ঐতিহ্যবাহী তারাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং বিশিষ্ট সাংবাদিক। দ্রুত সময়ের মধ্যে কমিটির বাকী পদ পূরণ করা হবে।

প্রেস বিজ্ঞপ্তি/৩১-০৮

আর্কাইভ

সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০