গাজীপুর সাংবাদিক ঐক্য ফোরামের নির্বাচন: সভাপতি আকরাম ও সাধারণ সম্পাদক আজাহার


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : ডিসেম্বর ২৫, ২০২২ । ২:৩২ অপরাহ্ণ
গাজীপুর সাংবাদিক ঐক্য ফোরামের নির্বাচন: সভাপতি আকরাম ও সাধারণ সম্পাদক আজাহার

বার্তাবিডি ডেস্ক, গাজীপুরঃ ২৪ ডিসেম্বর ২০২২ শনিবার গাজীপুর শহরে এক জাঁকজমকপূর্ণ পরিবেশে গাজীপুর সাংবাদিক ঐক্য ফোরাম কার্যকরী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোঃ আকরাম হোসেন (৮২ ভোট) সভাপতি ও মোঃ নজরুল ইসলাম আজাহার (৬৬ ভোট) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বী ছিলেন যথাক্রমে মো. জানে এ আলম (৩৮ ভোট) ও মো. মেহেদী হাসান বিপ্লব বাদামী (৪৬ ভোট)।

এছাড়াও নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি মোঃ কামাল হোসেন বাবুল (১১৯ ভোট), সহ-সভাপতি মোঃ মাজহারুর ইসলাম (১০০ ভোট), যুগ্ম সম্পাদক মোঃ তৌফিক ইসলাম (৭৫ ভোট), সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ রানা (৮৩ ভোট), কোষাধ্যক্ষ কাজী মোঃ আব্দুল মান্নান (১০৯ ভোট), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শাহজাহান খান (৭১ ভোট), দপ্তর সম্পাদক মোঃ রেজাউল করিম মোল্লা (১০৩ ভোট), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব বৈরাগী (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), নির্বাহী সদস্য যথাক্রমে মোঃ অলিদুর রহমান অলি (১০৪ ভোট), জাহিদুর রহমান বকুল (৯৩ ভোট), শাহানাজ পাটোয়ারী (৯৩ ভোট), এম এ ফিরোজ (৮২ ভোট), ফজলুল হক বাদল (৮২ ভোট), মোঃ বেলায়েত হোসেন (৭৭ ভোট) ও মোঃ দেলোয়ার হোসেন সিকদার (৭৪ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন।

গাজীপুর সাংবাদিক ঐক্য ফোরামের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন- দৈনিক দেশ রূপান্তরের গাজীপুর প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম এবং কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন যথাক্রমে মোঃ বায়েজীদ হোসেন (দৈনিক যায়যায় দিন) ও মোঃ শফিকুল ইসলাম।

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০