কালিগঞ্জে সড়ক দুর্ঘটনা

কাভার্ডভ্যানের চাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৫ আহত ১


গাজীপুর প্রতিনিধি
প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৫, ২০২৪ । ৭:২০ অপরাহ্ণ
কাভার্ডভ্যানের চাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৫ আহত ১
কাভার্ডভ্যানের চাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৫ আহত ১

গাজীপুর কালিগঞ্জ টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের দেওপাড়ায় মূলগাঁও মাদ্রাসা সংলগ্ন এলাকায় শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে প্রাণ-আরএফএল কোম্পানির কাভার্ডভ্যানের চাপায় সিএনজি চালিত অটোরিক্সার যাত্রী একই পরিবারের তিনজনসহ ৫জন নিহত ও গুরুতর ভাবে আহত হয়েছেন ১জন।

নিহতরা হলেন, নরসিংদীর শিবপুর উপজেলার আখরাশাল এলাকার আব্দুর রহমানের স্ত্রী রাবেয়া বেগম (৭০) ও তার ছেলে মোহাম্মদ আলী (৫৫), মোহাম্মদ আলীর ছেলে আমান উল্লাহ (৫), গাজীপুরের নোয়াগাঁও অষ্টগণ কলোনির সুবাস কর্মকারের ছেলে অমল কুমার কর্মকার (৩৯) এবং সাতক্ষীরা সদরের হাজিপুর এলাকার মগরব আলীর ছেলে নাজমুল (৩৫)। এছাড়াও স্থানীয়রা সিএনজি চালক তমিজ উদ্দিন (৪০)কে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরে কর্তব্যরত ডাক্তার মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকায় রেফার্ড করা করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রেজিনা আফরিন বলেন, রাত সাড়ে ১১টার দিকে এক শিশুসহ দুই ব্যক্তিকে মমূর্ষ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।‌ শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয় এবং মুমূর্ষ অবস্থায় অপর ব্যক্তি সিএনজি চালককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

ঘটনায় নিহতর স্বজন ও স্থানীয়দের নিকট থেকে জানা যায়, অটোরিক্সা চালক টঙ্গী থেকে পাঁচদোনা যাওয়ার সময় কালিগঞ্জ দেওপাড়া মূলগাঁও মাদ্রাসা এলাকায় বিপরীত দিক থেকে আসা কালীগঞ্জে অবস্থিত প্রাণ আর,এফ,এল কোম্পানির একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-উ-১২-৪০৭৭) অটোরিকশাটিকে চাপা দিয়ে চালক পালিয়ে যায়। ঘটনাস্থলেই অটোরিক্সাটি ধুমড়ে মুচড়ে চিন্নভিন্ন হয়ে যায়। এসময় ঘটনাস্থলে চারজন ও হাসপাতালে নেওয়ার সময় একজন নিহত হন। অটোরিকশা চালককে প্রথমে কালিগঞ্জ উপজেলা কমপ্লেক্স হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে মমূর্ষ অবস্থা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে রাত ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে এক নারীসহ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়াও স্থানীয়রা হাসপাতালে নেয়ার পর এক শিশুর মৃত্যু হয়েছে।

এবিষয়ে কালীগঞ্জ থানা ওসি মোহাম্মদ আলাউদ্দিন বলেন, আমি খবর কালিগঞ্জ থানার পুলিশ ফোর্স ঘটনাস্থলে পাঠাই, তারা ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার ও সড়কের যানজট নিরসন করে মরদেহ থানায় নিয়ে আসেন। তিনি আরো বলেন, আমরা সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিচয় পেয়েছি এবং তাদের পরিবার ও আত্মীয়-স্বজন থানায় এসেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের পরিবারের কাছে হবে ।

###

কা/মা/১৫-০৮

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১