গাজীপুরে আইনজীবীদের উপর বোমা হামলার ১৫বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২০ । ৯:৪০ পূর্বাহ্ণ

এস.এম হাবিব, গাজীপুর : বিগত ২৯ নভেম্বর ২০০৫ গাজীপুর জেলা আইনজীবী সমিতিতে সন্ত্রাসী জে.এম.বি কর্তৃক আত্মঘাতী বোমা হামলায় শহীদ বিজ্ঞ আইনজীবীদের স্মরণে ২৯ নভেম্বর সকাল ১০টায় শোক র‌্যালী, শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও বেলা ১১টায় সমিতি প্রাঙ্গনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ আঃ ছোবহান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির উদ্দিন আহাম্মদের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এড. জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামীলীগের সভাপতি এড. আজমত উল্লা খান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আবুল কালাম, জিপি আমজাদ হোসেন বাবুল, গাজীপুর বারের সাবেক সভাপতি মো: ওয়াজ উদ্দিন মিয়া, মো: সুলতান উদ্দিন, রফিক উদ্দিন আহমেদ, আব্দুস সাত্তার, ড. সহিদউজ্জামান, সুদীপ কুমার চক্রবর্তী, খালেদ হোসেন, ভারপ্রাপ্ত পিপি মকবুল হোসেন কাজল, আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহাম্মেদ, কোষাধ্যক্ষ তোফাজ্জল হোসেন প্রমুখ।


এর আগে সকাল ৯টায় গাজীপুর সিনিয়র জেলা দায়রা জজ মোঃ মমতাজ বেগম, জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলাম, গাজীপুর সরকারি আইন কর্মকমিশন, বাংলাদেশ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ গাজীপুর শাখা, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, গাজীপুর শাখা শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

#বার্তা বিডি/

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১