গাজীপুরে আবারো স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘিরে বিক্ষোভ


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : অক্টোবর ৯, ২০২১ । ১২:৩২ অপরাহ্ণ
গাজীপুরে আবারো স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘিরে বিক্ষোভ

বার্তাবিডি প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠনের পর থেকেই যেন ফুঁসে উঠেছে গাজীপুর। ৩ অক্টোবর গাজীপুর মহানগরের ৯টি থানায় স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা করা হয়, কমিটি গঠনের পরদিন থেকেই পদবঞ্চিত নেতাকর্মীরা রাজপথে বিক্ষোভ প্রদর্শন করছে।

৪ অক্টোবর বাসন থানায়, ৬ অক্টোবর গাজীপুর মেট্রো থানা ও কোনাবাড়ী থানায়, ৭ অক্টোবর টঙ্গী পূর্ব, টঙ্গী পশ্চিম থানায়, ৮ অক্টোবর আবারও কোনাবাড়ী থানায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল হয়। আজকে (৯ অক্টোবর) ২য় বারের মত বাসন থানায় ঝাড়ু মিছিল হয়েছে। মিছিলটি শহরের বর্ষা সিনেমা হল থেকে শুরু হয়ে চৌরাস্তা গিয়ে শেষ হয়।

পদবঞ্চিত নেতাকর্মীদের অভিযোগ বাসন থানা মহানগরের অন্যতম গুরুত্বপূর্ণ থানা, তাদের দাবি টাকার বিনিময়ে অনেক আওয়ামী ঘেষা, বিতর্কিত লোকদের এই কমিটিতে পদ দেওয়া হয়েছে কিন্তু দলের জন্য কাজ করা অনেক ত্যাগীরা এই কমিটিতে বাদ পড়েছেন।

বিক্ষোভকারীদের দাবি, অনতিবিলম্বে যদি বিতর্কিতদের বাদ দিয়ে নতুন কমিটি ঘোষণা না করা হয় তাহলে আন্দোলনের মাত্রা আরও তীব্র থেকে তীব্রতর হবে।

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০