গাজীপুর ট্যুরিস্টক্লাবের সভা অনুষ্ঠিত

গাজীপুরকে পর্যটকদের জন্য দৃষ্টিনন্দন করার দাবী


বার্তাবিডি অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : এপ্রিল ২৩, ২০২৪ । ৩:৫৪ অপরাহ্ণ
গাজীপুরকে পর্যটকদের জন্য দৃষ্টিনন্দন করার দাবী

২৩ এপ্রিল মঙ্গলবার বেলা ৩টায় গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গাজীপুর, আবিদা সুলতানা এর সভাপতিত্বে পর্যটন বিকাশে অংশীজনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় গাজীপুর ট্যুরিস্ট ক্লাবের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল গাজীপুর ট্যুরিস্ট পুলিশ, সারা রিসোর্ট এর প্রতিনিধি ও অন্যান্য অংশীজনদের নিয়ে প্রানবন্ত আলোচনা হয়।

আলোচনা সভায় গাজীপুরের ইতিহাস, ঐতিহ্য, ফুড ও ভিলেজ ট্যুরিজম নিয়ে বিশদ আলোচনা করা হয়। আলোচনায় সভায় মোহাম্মদ কামরুজ্জামান রাজবাগানকে শিশুপার্ক / ডিসি পার্ক ও রাজবাড়ী দীঘির চারদিকে ওয়াকওয়ে, বিশ্রামবেঞ্চ, প্যাডেলবোটসহ দৃষ্টিনন্দন করে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রুপান্তরের গুরুত্বারোপ করেন।

গাজীপুর বিএম কলেজের প্রিন্সিপাল হুমায়ূন কবীর তার বক্তব্যে গাজীপুর জেলাকে ব্রান্ডিং ও ভিলেজ ট্যুরিজমের উপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন। সভার সভাপতি উদ্যোক্তাদের সাথে রিসোর্ট মালিকদের মেলবন্ধন ও সোশ্যাল মিডিয়ায় প্রচারের উপর গুরুত্বের আহবান জানান।

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১