ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিতে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : আগস্ট ২৭, ২০২১ । ১:৫৪ অপরাহ্ণ
ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিতে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮

বার্তাবিডি প্রতিবেদক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে ডেকো গার্মেন্টস লিমিটেড নামক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ৮জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাত ৯টায় উপজেলার মাওনা উত্তরপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ব্যাপক ভাঙচুর ও ধাওয়া পাল্টা ধাওয়া হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, ওই কারখানায় কয়েক বছর ধরে ওয়ার্ক অর্ডারের মাধ্যমে ঝুটের ব্যবসা করে আসছেন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি (পূর্বের কমিটি) হাবিবুর রহমান সরকার লাবি। তার ওয়ার্ক অর্ডারের মেয়াদ শেষ হবে আগামী ৩০ আগস্ট। এরই মধ্যে ব্যবসার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালান শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির (বর্তমান) সদস্য হাজি সুলতান উদ্দিন সরকার। তাদের মধ্যে বিরোধ দেখা দিলে কারখানা কর্তৃপক্ষ আগামী ৩ সেপ্টেম্বর এর সুরাহা দেবেন বলে দু’পক্ষকে আশ্বস্ত করেছিলেন। কিন্তু বৃহস্পতিবার রাত নয়টার দিকে হাবিবুর রহমান সরকার কারখানার কর্মকর্তাদের সহযোগিতায় ট্রাকভর্তি ঝুট বের করার সময় হাজি সুলতান উদ্দিন সরকারপক্ষ বাঁধা দেয়। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে ৮জন আহত হয়। তাদের মধ্যে আনোয়ার সরকার নামে একজনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক বলেন, আহত আনোয়ার সরকারের পায়ের একাধিক হাড় ভেঙ্গে গেছে। অন্যদিকে সুমন নামের একজনের কানে মারাত্মক জখম হয়েছে।

আহত সুমন সরকার বলেন, সমাধান না হওয়া পর্যন্ত মালামাল বের না করতে বারবার অনুরোধ করার পরও পুলিশের সামনেই ট্রাকভর্তি ঝুট বের করেছিল। পরে কারণ জানতে চাইলে আমাদের ওপর হামলা করে তারা।

এ বিষয়ে হাজি সুলতান উদ্দিন জানান, নাজিম, কাশেম ও লাবির নেতৃত্বে ৬০-৬৭ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে তার মালিকানাধীন একটি মার্কেটসহ একটি অফিসকক্ষে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে। বিষয়টি অস্বীকার করে হাবিবুর রহমান সরকার লাবি মুঠোফোনে জানান, ঘটনার সময় আমি অন্যত্র ছিলাম। বৃহস্পতিবার রাতে আমার বৈধ ব্যবসার ট্রাকভর্তি ঝুট বের করার সময় হাজি সুলতানপক্ষ অতর্কিতভাবে হামলা চালায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হাবিবুর রহমান সরকার বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনের নামে একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্তের পর যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহন করা হবে বলেও জানান তিনি।

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০