শ্রীপুরের বরমীতে তিনতলা ভবনে আগুন,কোটি টাকার মালামাল পুড়ে ছাই!


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২০ । ৯:২৯ পূর্বাহ্ণ
শ্রীপুরের বরমীতে তিনতলা ভবনে আগুন,কোটি টাকার মালামাল পুড়ে ছাই!

আবুল কালাম আজাদ (শ্রীপুর থেকে)

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক এলাকায় একটি তিনতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ভবনের নিচতলায় ওয়ালটন ইলেকট্রনিক্সের বিপুল পরিমাণ মালামাল পুড়ে যায়।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুর পৌনে দুইটায় আগুন লাগে। পরে বেলা সারে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।

স্থানীয় প্রত্যক্ষদর্শী শামীম শেখ জানান, ভবনের নিচতলায় ওয়ালটন ইলেকট্রনিক্সের টিভি, ফ্রিজ, এসি ও অন্যান্য পণ্যের গোডাউন ছিল। দ্বিতীয় ও তৃতীয় তলায় লোকজনের বসতি ছিল। আগুনে ভবনের নিচতলার সব পণ্য পুড়ে ছাই হয়ে গেছে। তবে দ্বিতীয় ও তৃতীয় তলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সেখানে অন্তত ৮ জন লোক ছিলেন। আগুন লাগার সাথে সাথে তারা নিরাপদে বের হয়ে আসতে পেরেছেন। অগ্নিকাণ্ডে কোন প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি। তিনি আরও বলেন, গোডাউনে অন্তত ১১০টি ফ্রিজ, ১০০ টি এসি ও বিপুল সংখ্যক টেলিভিশন ছিল। এগুলোর কোন কিছুই আর অবশিষ্ট নেই।

গোডাউনের ব্যবস্থাপক ইব্রাহিম খলিল বলেন, আমাদের সকল মালামাল আগুনে পুড়ে গেছে। এখানে বিপুল পরিমাণ ওয়ালটন পণ্য মজুদ ছিল।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল জানান, সংবাদ পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও পরে গাজীপুর ফায়ার সার্ভিসের ১টি ইউনিট প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি এবং তাৎক্ষনিক ভাবে আগুন লাগার কারন নির্ণয় করা যায়নি বলেও জানান তিনি।

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০