মুজিববর্ষ উপলক্ষে সংসদ ভবন চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচী পালন


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২০ । ১০:০৮ পূর্বাহ্ণ
মুজিববর্ষ উপলক্ষে সংসদ ভবন চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচী পালন

মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে এক কোটি বৃক্ষরোপণের মাধ্যমে জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মুজিববর্ষ-২০২০ উপলক্ষে জাতীয় সংসদ ভবন চত্বরে আজ বৃক্ষের চারা রোপণ করেন তথ্য মন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ এমপি, সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি, সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন এমপি, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ হাফেজ রুহুল আমীন মাদানী এমপি, আবদুল মমিন মন্ডল এমপি, গাজী মোহাম্মদ শাহনওয়াজ এমপি এবং লুৎফুন নেসা খান এমপি।

বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে পদার্পনের পর থেকেই বৃক্ষরোপণের উপর গুরুত্বারোপ করে আসছেন বলে বৃক্ষরোপন শেষে তথ্যমন্ত্রী মোহাম্মদ হাসান মাহমুদ ‍উল্লেখ করেন। তিনি আরো উল্লেখ করেন যে, ১৯৮৩ সাল থেকে কৃষকলীগের মাধ্যমে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর সূচনা করেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে মাননীয় প্রধানমন্ত্রী বৃক্ষরোপন কার্যক্রমকে ত্বরান্বিত করতে সরকারিভাবে ব্যাপক কর্মসূচী গ্রহণ করেন।

আজ বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে। মানুষ এখন হাট বাজারে গিয়ে সাধারণ পণ্য কেনার পাশাপাশি দুটি/তিনটি বৃক্ষের চারা কিনে নিয়ে আসে। একটি করে বনজ, ফলজ ও ঔষধি গাছ লাগানোর যে শ্লোগান সেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া শ্লোগান। সামাজিক বনায়নের ফলে বৃক্ষাচ্ছিদ অঞ্চলের পরিমাণ গত ১১ বছরে অনেক বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন একটি বৃক্ষ মানুষকে বহুমাত্রিক সুবিধা দেয়। বৃক্ষ মানুষকে অক্সিজেন দেয়, ফল দেয়, বৃক্ষ পরিবেশকে নির্মল রাখে, পানি ধরে রাখে। তিনি নগরের পরিবেশকে নির্মল রাখতে নগর বনায়নের উপর গুরুত্বারোপ করেন।

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বৃক্ষের চারা রোপণ শেষে তাঁর বক্তব্যে বৃক্ষরোপণ কর্মসূচীর সার্বিক সাফল্য কামনা করেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ হাফেজ রুহুল আমীন মাদানী বৃক্ষের চারা রোপণ শেষে তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়তে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর দুরদর্শী নেতৃত্বে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য যে, বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী-২০২০ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচীর অংশ হিসেবে জাতীয় সংসদ ভবন চত্বরে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। বৃক্ষরোপণ কর্মসূচীতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ও পিডব্লিউডি’র সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

সংসদ ভবনে বৃক্ষরোপন

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১