টঙ্গীতে ৩৭ ডেঙ্গু রোগী ভর্তি


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : অক্টোবর ১৭, ২০২১ । ১:৩৭ অপরাহ্ণ
টঙ্গীতে ৩৭ ডেঙ্গু রোগী ভর্তি

এস.এম হাবিব, গাজীপুর: টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে (ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতল) ৩৭ ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘন্টায় এখানে এ রোগে ভর্তির সংখ্যা হলো ১২জন।

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন মুকুল জানান, গত ২৪ ঘন্টায় এ হাসপাতালে ১২জন ডেঙ্গু রোগীসহ বর্তমানে ৩৭জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ১৪জন পুরুষ, ১৫জন মহিলা এবং ৮জন শিশু রোগী রয়েছেন। গত প্রায় ৩ মাসে এ হাসপাতালে ৯৫৮জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৯২১জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং ৩৭জন ডেঙ্গু রোগীকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। কিছুদিন ধরে এ হাসপাতালে ডেঙ্গুরোগী ভর্তি অনেকটাই স্থিতিশীল রয়েছে।

হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. পারভেজ হোসেন বলেন, সারা দেশে ডেঙ্গু রোগী দেখা দিলে গত আগস্টে টঙ্গীর এ হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল হিসোবে ঘোষণা করা হয়। জুলাই থেকে রোগী ভর্তি শুরু হয়। গাজীপুরে বিভিন্ন এলাকায় খানা-খন্দকে এবং জলাশয়ে জমে থাকা পানিতে এ জীবানু বহণকারী মশার বংশ বৃদ্ধি পাচ্ছে। এজন্য জলাশয়ের পানি নিষ্কাশন করা ছাড়াও ঝোঁপ-ঝাঁড় পরিস্কার ও মশক নিধন কার্যক্রম জোরদার করা প্রয়োজন।

গাজীপুরে ডেঙ্গু সংক্রণ অনেকটা স্থিতিশীল। তবে গাজীপুরে করোনা নমুনা পরীক্ষা এবং সংক্রমণ দুই-ই কমেছে।

গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, গত ২৪ ঘন্টায় গাজীপুরে ১৩০জনের করোনা নমুনা পরীক্ষায় ৫ জনের মধ্যে করোনা পজেটিভ হয়েছে। এ যাবৎ গাজীপুরে ১লাখ ৩৪হাজার ৪৪৫জনের করোনা নমুনা পরীক্ষার মধ্যে ২হাজার ৭২জনে করোনা পজেটিভ হয়েছে। করোনামুক্ত হয়েছেন ২৪হাজার ১৬জন এবং মোট মৃত্যুর সংখ্যা হলো ৪৯৩জন।

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১