এস.এম হাবিব, গাজীপুর: টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে (ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতল) ৩৭ ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘন্টায় এখানে এ রোগে ভর্তির সংখ্যা হলো ১২জন।
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন মুকুল জানান, গত ২৪ ঘন্টায় এ হাসপাতালে ১২জন ডেঙ্গু রোগীসহ বর্তমানে ৩৭জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ১৪জন পুরুষ, ১৫জন মহিলা এবং ৮জন শিশু রোগী রয়েছেন। গত প্রায় ৩ মাসে এ হাসপাতালে ৯৫৮জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৯২১জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং ৩৭জন ডেঙ্গু রোগীকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। কিছুদিন ধরে এ হাসপাতালে ডেঙ্গুরোগী ভর্তি অনেকটাই স্থিতিশীল রয়েছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. পারভেজ হোসেন বলেন, সারা দেশে ডেঙ্গু রোগী দেখা দিলে গত আগস্টে টঙ্গীর এ হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল হিসোবে ঘোষণা করা হয়। জুলাই থেকে রোগী ভর্তি শুরু হয়। গাজীপুরে বিভিন্ন এলাকায় খানা-খন্দকে এবং জলাশয়ে জমে থাকা পানিতে এ জীবানু বহণকারী মশার বংশ বৃদ্ধি পাচ্ছে। এজন্য জলাশয়ের পানি নিষ্কাশন করা ছাড়াও ঝোঁপ-ঝাঁড় পরিস্কার ও মশক নিধন কার্যক্রম জোরদার করা প্রয়োজন।
গাজীপুরে ডেঙ্গু সংক্রণ অনেকটা স্থিতিশীল। তবে গাজীপুরে করোনা নমুনা পরীক্ষা এবং সংক্রমণ দুই-ই কমেছে।
গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, গত ২৪ ঘন্টায় গাজীপুরে ১৩০জনের করোনা নমুনা পরীক্ষায় ৫ জনের মধ্যে করোনা পজেটিভ হয়েছে। এ যাবৎ গাজীপুরে ১লাখ ৩৪হাজার ৪৪৫জনের করোনা নমুনা পরীক্ষার মধ্যে ২হাজার ৭২জনে করোনা পজেটিভ হয়েছে। করোনামুক্ত হয়েছেন ২৪হাজার ১৬জন এবং মোট মৃত্যুর সংখ্যা হলো ৪৯৩জন।
আপনার মতামত লিখুন :