আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বি.এড ২০১৬ ব্যাচ এসোসিয়েশনের আলোচনা সভা অনুষ্ঠিত


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২১, ২০২১ । ৫:৪০ অপরাহ্ণ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বি.এড ২০১৬ ব্যাচ এসোসিয়েশনের আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে রোববার রাতে বি.এড (বিএমটিটিআই) ২০১৬ ব্যাচ এসোসিয়েশনের আয়োজনে এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ব্যাচের ক্যাপ্টেন আমিনুর রহমানের সভাপতিত্বে ও আহমদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান আলোচক ছিলেন অধ্যক্ষ এস এম সানাউল্লাহ। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন তহুরুল ইসলাম ও হাসনাইন সিদ্দিকী। বিএমটিটিআই ২০১৬ ব্যাচ এসোসিয়েশনের সদস্যবৃন্দ বিভিন্নভাবে অনলাইনে উক্ত অনুষ্ঠানে যুক্ত হন।

অনুষ্ঠানে আলোচকবৃন্দ ভাষা শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে তাদের শাহাদাত কবুলের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন। বিচারালয়সহ রাষ্ট্র পরিচালনার সর্বস্তরে বাংলা ভাষার যথার্থ ব্যবহার দাবি করে আলোচকবৃন্দ বলেন, এর মাধ্যমে মাতৃভাষার মর্যাদা সমুন্নত করতে হবে।

তারা বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য জীবন দেয়ার নজীর পৃথিবীর ইতিহাসে আর দ্বিতীয়টি নেই। তাই যেকোনো মূল্যে ইংরেজি ও হিন্দিসহ ভিনদেশি ভাষার দৌরাত্ম্যের লাগাম টেনে বাংলা ভাষাকে সম্মুখ সারিতে প্রতিষ্ঠিত করতেই হবে। বিশুদ্ধ ভাষা চর্চার মাধ্যমে বাংলা ভাষাকে বিকৃতির হাত থেকে রক্ষা করা আজ জরুরি হয়ে পড়েছে। এ ব্যাপারে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে বাংলা একাডেমি আরো দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আলোচকবৃন্দ তাদের প্রত্যাশা ব্যক্ত করেন।

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০