শ্রীপুরে রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ তিন জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : জানুয়ারি ৬, ২০২১ । ৪:০৩ অপরাহ্ণ
শ্রীপুরে রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ তিন জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১

বার্তা বিডি ডেস্ক : বুধবার (০৬ জানুয়ারি) রাত সাড়ে চারটার দিকে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন নয়নপুর দক্ষিণ ধনুয়া এলাকা হতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো-আল ইমরান (২৫) ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ী এলাকার মো. শফি উদ্দিনের ছেলে সে শ্রীপুর উপজেলার নয়নপুর দক্ষিণ ধনুয়া এলাকার জনৈক হাজী সিরাজ মুন্সির বাড়ীর ভাড়াটিয়া। মো. সাইদুল ইসলাম বাপ্পি (২৯) কক্সবাজার জেলার কক্সবাজার পৌর এলাকার ৪নং ওয়ার্ডের পেশকারপাড়া এলাকার প্রয়াত জহির উদ্দিনের ছেলে এবং শান্তা ইসলাম সাথী (৩৫) জয়দেবপুর থানার পশ্চিম জয়দেবপুর এলাকার সেলিম চৌধুরীর মেয়ে।

র‍্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন নয়নপুর দক্ষিণ ধনুয়া এলাকার হাজী সিরাজ মুন্সির বসত বাড়ী হতে ধৃত আসামী আল ইমরান (২৫) এর শয়ন কক্ষে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় আসামীদের দখল হতে একটি বিদেশী রিভলবার, দুই রাউন্ড গুলি এবং ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে অস্ত্রের কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি । আসামীরা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে কক্সবাজার হতে কৌশলে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট গাজীপুর ও পার্শ্ববর্তী জেলায় পাইকারী বিক্রি করে। উদ্ধারকৃত অস্ত্র বিদেশী রিভলবার দ্বারা এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, তাদের মাদক ব্যবসায় প্রতিবন্ধকতা সৃষ্টি সহ বিভিন্ন অপরাধ মূলক কাজে ব্যবহার করে আসছিল বলে ধৃত আসামীরা স্বীকার করেন। অবৈধভাবে অস্ত্র নিজ হেফাজতে রেখে ১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯ (এ) ধারার অপরাধ করেছে। উদ্ধারকৃত আলামত এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বার্তা বিডি /সিকে

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১