আন্তর্জাতিক আইপিএম পুরস্কার পেলেন বারি’র বিজ্ঞানী ড. শাহাদাৎ হোসেন


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : জানুয়ারি ১৯, ২০২১ । ৮:০৪ পূর্বাহ্ণ
আন্তর্জাতিক আইপিএম পুরস্কার পেলেন বারি’র বিজ্ঞানী ড. শাহাদাৎ হোসেন

গাজীপুুর প্রতিনিধি : পরিবেশবান্ধব বালাই ব্যবস্থাপনায় অবদানের স্বীকৃতি স্বরূপ ১০ম আন্তর্জাতিক আইপিএম সিম্পোজিয়াম এওয়ার্ড কমিটি কর্তৃক আইপিএম প্রেকটিশনার ক্যাটাগরিতে আন্তর্জাতিক আইপিএম এওয়ার্ড অব রিকগনিশন-২০২০ খ্রীঃ পুরস্কারে ভূষিত হন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের কীটতত্ত্ব শাখার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শাহাদাৎ হোসেন। ফল এবং সবজির পোকা-মাকড় দমন ব্যবস্থাপনার জন্য সমন্বিত বালাই ব্যবস্থাপনা বা আইপিএম ভিত্তিক গবেষণার মাধ্যমে সৃজনশীল প্রযুক্তি উদ্ভাবনের স্বীকৃতি স্বরূপ তাকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়।

ড. মো. শাহাদাৎ হোসেন আম ও পেয়ারার মাছিপোকা দমনে যথাক্রমে ডাবল লেয়ার ব্রাউনপেপার ও পলিথিন ফ্রুট ব্যাগিং পদ্ধতির উদ্ভাবক, যা ফলের মাছিপোকার আক্রমণ শতভাগ প্রতিরোধ করে এবং নিরাপদ আম ও পেয়ারার উৎপাদনসহ ফলের খাদ্যগুণ সংরক্ষণ করে। উদ্ভাবিত পদ্ধতিসমূহ ব্যবহারে একদিকে যেমন মাছিপোকার আক্রমণ প্রতিরোধ করা যায়, তেমনি রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমিয়ে আনা যায়।  ডাবল লেয়ার ব্রাউনপেপার ফ্রুট ব্যাগিং পদ্ধতি ব্যবহারে আমের আকষর্ণীয় বর্ণ হওয়ার দরুণ বাজার মূল্যও বেশি পাওয়া যায়, অধিকন্তু বিদেশে রপ্তানিরও সুযোগ সৃষ্টি হয়।

এছাড়া ও ইউএসএআইডি এর আথির্ক সাহায্যপুষ্ট আইপিএম আইএল এবং ইউএসএআইডি হরটিকালচার প্রকল্প এর মাধ্যমেও এগুলোসহ আরও বিভিন্ন আইপিএম প্যাকেজ উদ্ভাবন করেছেন এবং কৃষকদের মধ্যে প্রযুক্তি বিস্তারের কাজ করছেন। উদ্যানতাত্ত্বিক ফসলের পোকা-মাকড় দমন ব্যবস্থাপনা গবেষণার মাধ্যমে তিনি ১৮টি জনপ্রিয় প্রযুক্তি উদ্ভাবনসহ দেশ-বিদেশের জার্নালে ৩৯টি বৈজ্ঞানিক প্রবন্ধ ও ১৫টি বই/বুকলেট প্রকাশ করেছেন।

উল্লেখ্য, মুজিব শতবর্ষে অর্জিত এ পুরস্কার তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি কিশোরগঞ্জ জেলার ত্রিশালে জন্ম নেয়া এ বিজ্ঞানী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে বিএসসি (সম্মান) ও এমএস ডিগ্রি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০