ময়মনসিংহের ধুরধুরিয়ায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : অক্টোবর ১৬, ২০২০ । ৩:১৮ অপরাহ্ণ
ময়মনসিংহের ধুরধুরিয়ায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

বার্তাবিডি প্রতিবেদক, ফুলবাড়িয়া: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ধুরধুরিয়া এলাকায় ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন এর উদ্যোগে ১৬ অক্টোবর রোজ শুক্রবার জেএসসি/ জেডিসি ও এসএসসি / দাখিল পরীক্ষায় জিপিএ ৫.০০ প্রাপ্ত শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা অনুষ্ঠান ২০২০ অনুষ্ঠিত হয়।  

ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি মাহমুদ মাশরাফি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত এর সঞ্চালনায় উক্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলবাড়ীয় উপজেলার ১১নং রাধাকানাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া তরফদার শিমুল, বিশেষ অতিথি ছিলেন ধুরধুরিয়া আলিম মাদরাসার সিনিয়র শিক্ষক আইয়ুব আলী মাস্টার, বাংলাদেশ কৃষি ব্যাংকের অফিসার ফখরুল ইসলাম চপল, ১১নং রাধাকানাই ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ওমর ফারুক সেলিম, খালইপুড়া বালিকা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোখলেছুর রহমান, ত্রিশাল ফুলবাড়িয়া মৈত্রী স্কুল এর পরিচালক আশরাফুল আলম মিন্টু, গফরগাও হাই স্কুলের সহকারী শিক্ষক মাহমুদুল হাসান রাজা। এছাড়া আরো বক্তব্য রাখেন স্পার সভাপতি গোলাম কিবরিয়া, ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশনের সদস্য শাখাওয়াত হোসেন শাকিল, মাহমুদুল হাসান, মুজাহিদ, আল আমিন, আশিকুর রহমান শান্ত প্রমুখ।

কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট তুলে দিচ্ছেন ১১নং রাধাকানাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া তরফদার শিমুল

উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তৃতায় শিক্ষার্থীদের এই ফলাফলের ধারাবাহিকতা কামনা করেন এবং উন্নত ক্যারিয়ার গড়ার মাধ্যমে আদর্শবান মানুষ হয়ে সমাজ এবং রাষ্ট্রের কল্যাণমূলক কাজে সক্রিয় অংশগ্রহণের উদাত্ত আহবান জানান। পরে অতিথিবৃন্দ কৃতি শিক্ষাথীর্দের হাতে ক্রেস্ট তুলে দেন।

উল্লেখ্য যে, ২০১৬ সালের ডিসেম্বর মাসে বিশ্ববিদ্যালয় পড়ুয়া একঝাক তরুন শিক্ষার্থীদের স্বত:স্ফুর্ত অংশগ্রহণের মাধ্যমে সামাজিক সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ৩য় বারের মতো কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করলো এ সংগঠনটি।  গ্রামের সকল তরুন শিক্ষার্থীদের মাঝে আস্থা ও ভরসার প্রাণকেন্দ্র হলো সম্পুর্ন অরাজনৈতিক ভাবে পরিচালিত এ শিক্ষা উন্নয়নমূলক সংগঠন। ইতিমধ্যেই সমাজে বিভিন্ন সামাজিক ও শিক্ষা উন্নয়নমূলক কাজের মাধ্যমে ইতিবাচক সাড়া ফেলেছে যা অবশ্যই প্রশংসার দাবিদার।

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০