ময়মনসিংহের রঘুনাথপুরে ৪৯তম বিজয় দিবস পালন


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : ডিসেম্বর ২২, ২০২০ । ১২:৪৭ অপরাহ্ণ
ময়মনসিংহের রঘুনাথপুরে ৪৯তম বিজয় দিবস পালন

বার্তা বিডি ডেস্ক: ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে ৪৯তম মহান বিজয় দিবস ও স্পারের ১যুগ পূর্তি উপলক্ষে রঘুনাথপুর ছাত্র উন্নয়ন সংস্থা (SPAR) এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

স্পা’র উপদেষ্টা মন্ডলীর সদস্য মো: কামরুজ্জামান মাষ্টারের সভাপতিত্বে ও স্পারের সদস্য রায়হান ও মিলন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো সারোয়ার আলম তরফদার রোকন, প্রধান আলোচক ছিলেন স্পার উপদেষ্টা ও বাংলাদেশ কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার মো আব্দুল আজিজ, অনুষ্ঠানের উদ্বোধন করেন স্পার উপদেষ্টা নাজির হোসাইন সরকার।

অনুষ্ঠানে বক্তারা স্পা’র ১যুগের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন। প্রতিষ্ঠা লগ্ন থেকে স্পার ছাত্র ছাত্রীদের মেধার বিকাশ সাধনের জন্য ক্যুইজ, মেধা যাচাই পরীক্ষা, ঈদে গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, গরীব ও অসহায় মানুষের চিকিৎসায় সহযোগিতা, করোনা কালে সচেতনতামূলক কাজের পাশাপাশি ১৭২টি পরিবারের জন্য ১২ কেজি ওজনের খাদ্য সামগ্রি ঘরে ঘরে পৌছে দেয়।

মহান বিজয় দিবস ও স্পার বর্ষপূর্তি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামিলীগ সভাপতি মো আবু তাহের মেম্বার, ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহ্বায়ক মো সেলিম, সাবেক প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক মাষ্টার, মুক্তিযোদ্ধা মো মকবুল মাষ্টার, মুক্তিযোদ্ধা মো: হাসেন আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ সহ স্পারের সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ।

এদিকে স্পার আয়োজিত অন লাইনে দেশাত্ববোধক গান, ফটো কন্টেস্ট, চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতাদের মাঝে পুরস্কার বিতরন করা হয় এবং কেক কেটে বর্ষ ‍পূর্তি উদযাপন করা হয়। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বার্তা বিডি/ এনএইচএস

আর্কাইভ

সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০