বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, এই বাংলাদেশে স্বৈরাচারের ভূমিকায় আবারো কেউ আসীন হলে ছাত্র জনতা তাদেরও প্রতিহত করবে। দীর্ঘদিন জনগণকে রাজাকারের ভুয়া গল্প শুনিয়ে আজ আওয়ামী লীগ দেশ থেকে নিজেরাই পালাতে বাধ্য হয়েছে। এই নতুন বাংলাদেশে অধিকারের কথা বললে আর কোনো অপবাদ, ট্যাগ লাগিয়ে কথা বলার সুযোগ কারো নেই। মানুষের ন্যায়সঙ্গত অধিকারের কথা বললেই কেন জামায়াত-শিবিরের কথা টেনে আনা হয়! অধিকারের প্রশ্ন তুললে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অটুট রাখার কথা বললে, আপনি কেন বিরোধী তকমা দিয়ে থামিয়ে দিবেন? সেই মিথ্যাচারের দিন বাংলাদেশ থেকে শেষ হয়ে গেছে।
রোববার (১২ জানুয়ারি ২০২৫) মানবাধিকার উন্নয়ন কেন্দ্র আয়োজিত সংলাপে ঢাকার রায়ের বাজার হাইস্কুল মাঠে রক্তিম জুলাই ২৪- এ ঐতিহাসিক বিজয়ের পর তরুণদের কল্পনায় একটি নতুন বাংলাদেশ র্শীষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সংলাপে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, আমার বাংলাদেশ পার্টির সহকারী সদস্য সচিব ব্যারিস্টার সানী আব্দুল হক, গণ অধিকার পরিষদের সেক্রেটারি রাশেদ খান, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। মানবাধিকার উন্নয়ন কেন্দ্র মহাসচিব মাহবুবুল হকের সভাপতিত্বে বিভিন্ন পর্যায়ের মানবাধিকার কর্মী, সাংবাদিক, সাংস্কৃতিক প্রতিনিধিগণ সংলাপে অংশগ্রহণ করেন।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ছাত্র যুবকেরা যে স্লোগান দিয়েছে ‘আমার ভাই কবরে খুনি কেন বাহিরে’। সুতরাং অনতিবিলম্বে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আমরা দেখছি জুলাই বিপ্লবের খুনিদের নিজ দেশে রেখে আশ্রয় দিচ্ছে ভারত। সেখানকার কংগ্রেসের একজন নেতা দম্ভ করে বলেছে, ‘শেখ হাসিনা ভারতকে যা দিয়েছে তার জন্য সে যতদিন বাঁচবে তাকে ভারত সরকারের আশ্রয় দেওয়া উচিৎ’। এই কথার পরিপ্রেক্ষিতে আমরা বলি, ভারত একটি রাষ্ট্র নয় বরং সন্ত্রাসীদের আশ্রয় মদদদাতা ষড়যন্ত্রকারী গোষ্ঠীতে পরিণত হয়েছে। কারণ বাংলাদেশের চিহ্নিত একজন সন্ত্রাসী মাফিয়াকে যারা আশ্রয় দেয় তারাও সন্ত্রাসী। সুতরাং ভারতের জনগণকে বলবো, আপনারা সচেতন হোন, দেশের সম্মান রক্ষার স্বার্থে আন্দোলন করুন, কোনো সন্ত্রাসীকে ভারতে আশ্রয় দিবেন না। জুলাই বিপ্লবে আমাদের ছাত্র জনতার প্রত্যেকটা স্লোগান ছিলো দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে দৃঢ় করার অঙ্গিকার। মানবাধিকার উন্নয়ন সংগঠনকে আমরা এই সুন্দর সংলাপ আয়োজনের জন্য ধন্যবাদ জানাই।
ড. শফিকুল ইসলাম মাসুদ আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অর্থবহ করতে হলে নতুন প্রজন্মের তরুণ যুবকদের মেধাবী, সৎ ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। আমি মনে করি ২০২৪ এর জুলাই বিপ্লবের উপরে আগামীতে গবেষণা হবে। আমাদের এই ছাত্র জনতার এসব স্লোগানকে ধারণ করে ইতোমধ্যেই সিরিয়ায় বিপ্লব হয়েছে। পৃথিবীর নানা দেশে বাংলাদেশের ছাত্র জনতার জুলাই বিপ্লবকে সামনে রেখে সমস্ত জুলুম কায়েম হওয়া রাজ্যগুলোতে মুক্তির আন্দোলন সংগ্রাম চলমান রয়েছে। আবারো স্মরণ করিয়ে দিতে চাই, জুলাই বিপ্লব পরবর্তী আমাদেরকে আবার যদি কেউ ৭১ বিতর্ক এবং ২০২৪ এর মন্তব্য নিয়ে ষড়যন্ত্র করেন তাহলে দেশবাসী আপনাদেরকেই প্রত্যাখ্যান করবে। আধিপত্যবাদ ও তাদের দোসরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে। জামায়াতে ইসলামী সত্যিকার দেশপ্রেমিক সংগঠন হিসেবে সবসময় দেশের মানুষের পাশে রয়েছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :