শিক্ষা অফিসারের বিদায়ের নামে চাঁদাবাজি এবং শিক্ষক নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ সংক্রান্তে ঢাকার দুটি পত্রিকায় উদ্দেশ্যপ্রণোদিত, বিভ্রান্তিমূলক, মিথ্যা নিউজের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন গাজীপুর সদর উপজেলা সরকারি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার বিকালে সদর উপজেলা কমপ্লেক্সের একটি সেমিনার কক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনে প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক জাহাঙ্গির আলম বলেছেন, জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেয়া কতিপয় শিক্ষক অভ্যুত্থানের পক্ষে থাকা শিক্ষকদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। উল্লেখিত শিরোনামের নিউজ এই ষড়যন্ত্রেরই অংশ। মূলত: আগামী ১১ জানুয়ারি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, গাজীপুর উপজেলা শাখার শিক্ষক মিলনমেলা অনুষ্ঠান আছে। ওই মেলায় বিগত বছরে সদর উপজেলা শিক্ষা অফিসারসহ যেসব শিক্ষক চাকরি থেকে অবসর নিয়েছেন তাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে। সমিতির সিদ্ধান্ত মোতাবেক ওই মিলনমেলায় তাদেরকে বিদায়ী সংবর্ধনা দেয়া হবে। এই মিলন মেলার যাবতীয় ব্যয়ভার আমরা শিক্ষকরা নিজেরাই সম্মিলিতভাবে বহন করছি। এজন্য বাহিরের কারো কাছে চাঁদা দাবি করা হয়নি বা কাউকে চাঁদা দিতে বাধ্যও করা হয়নি। আমাদের শিক্ষকদের মাঝে যারা স্বেচ্ছায় এই মহতি কাজে শরীক হতে চেয়েছেন শুধু তাদেরটাই আমরা গ্রহণ করেছি।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, শিক্ষক সমিতির সদস্য সচিব মো. নজরুল ইসলাম, শিক্ষক নেতা গিয়াস উদ্দিন, আবু হানিফ, আব্দুল জব্বার, মোশারফ হোসেন, আনোয়ার হোসেন, আবু বকর সিদ্দিক, মনির হোসেন, মাসুদ রানা, সোমা আক্তার, রুহুল আমীন, সালমা কাউসার, বিদায়ী প্রধান শিক্ষক সাহিনা আক্তারসহ প্রায় অর্ধশতাধিক শিক্ষক নেতৃবৃন্দ।
###
এস/এম/হা/গাজীপুর
আপনার মতামত লিখুন :