গাজীপুরে ১০ মন নিষিদ্ধ মাছ জব্দ : জরিমানা ও কারাদন্ড


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : অক্টোবর ১৩, ২০২০ । ৬:০৯ পূর্বাহ্ণ
গাজীপুরে ১০ মন নিষিদ্ধ মাছ জব্দ : জরিমানা ও কারাদন্ড

আজ ১৩ অক্টোবর রোজ মঙ্গলবার ভোর ৫টা থে‌কে সকাল ৮টা পর্যন্ত গাজীপুর সদর উপ‌জেলা মৎস্য কর্মকর্তা, বাসন ‌ থানা পুলিশ ও ব্যাটা‌লিয়ান আনসারের সহ‌যো‌গিতায় চান্দনা চৌরাস্তা মা‌ছের আড়‌তে জনাব আবদুল্লাহ আল জাকী, উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার, গাজীপুর সদর এর নেতৃ‌ত্বে মোবাইল কোর্ট প‌রিচালনা করা হয়। অ‌ভিযানকা‌লে প্রায় ১০ মণ বিষাক্ত ও নি‌ষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়। নি‌ষিদ্ধ পিরানহা মাছ মজুদ ও বিক্র‌য়ের অপরা‌ধে ১ জন খুচরা বি‌ক্রেতা‌কে ২০০০৳ অর্থদণ্ড ও ১ জন আড়ত ব্যবসায়ী‌কে ১৫ দি‌নের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত মাছ স্বাস্থ্যের প‌ক্ষে ক্ষ‌তিকর বি‌বেচনায় উপ‌জেলা মৎস্য কর্মকর্তার জিম্মায় বিনষ্ট করা হয়।

সূত্র: গাজীপুর ডিসি’র অনলাইন ব্রিফিং

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০