বার্তা বিডি ডেস্ক: মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এর অনুমোদনের পরিপ্রেক্ষিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রফেসর ড. এ আর এম সোলাইমানকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর পদে ০৪ (চার) বছরের জন্য নিয়োগ প্রদান করেছেন। তিনি ১১ এপ্রিল ২০২১ তারিখ রবিবার উক্ত পদে যোগদান করেছেন।
এর আগে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। প্রফেসর ড. এ আর এম সোলাইমান শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার গবরীকুড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৫৫ সনে জন্মগ্রহণ করেন।
তিনি ঢাকা বোর্ড থেকে কৃতিত্বের সাথে ১৯৭১ সনে এসএসসি ও ১৯৭৩ সনে এইচএসসি পাশ করেন। এবং ১৯৭৭ সনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসিএজি ও ১৯৭৮ সনে এমএসসিএজি (মৃত্তিকা বিজ্ঞান), ১৯৮৮ সনে কমনওয়েলথ বৃত্তির অধীনে যুক্তরাজ্যের ‘দি কুইন্স ইউনিভার্সিটি অব বেলফাস্ট’ থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।
তিনি ২০০৫-২০০৬ সনে কমনওয়েলথ ফেলোশিপের অধীনে যুক্তরাজ্যের ‘ইউনিভার্সিটি অব অ্যাবারডিন’ এ পোস্ট-ডক্টোরাল রিসার্স করেন। তিনি ২০১৫ সনে জার্মানির ‘রাইন ওয়াল ইউনিভার্সিটিতে’ ভিজিটিং প্রফেসর হিসেবেও দায়িত্ব পালন করেন।
প্রফেসর সোলাইমান ১৯৮০ হতে ১৩ এপ্রিল ১৯৯৬ সন পর্যন্ত বাংলাদেশ ইনস্টিটিউট অব নিউক্লিয়ার এগ্রিকালচারে (বিনা) যথাক্রমে বৈজ্ঞানিক কর্মকর্তা, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এবং প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৯৬ সনের ১৫ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন এবং ২০০০ সনে অধ্যাপক হন।
প্রফেসর সোলাইমান ৪০ বছর যাবৎ শিক্ষকতা, গবেষণা এবং প্রশাসনিক কাজের সাথে জড়িত আছেন। তিনি ১৫ জন পিএইচডি এবং ৩০ জন মাস্টার্স শিক্ষার্থীর গবেষণা তত্বাবধায়ক ছিলেন। তিনি সয়েল মাইক্রোবায়োলজি বিষয়ক গবেষণা প্রকল্পের প্রধান হিসাবে কাজ করেছেন।
তার গবেষণার বিষয়বস্তু ছিল প্ল্যান্ট-মাইক্রোব ইন্টারঅ্যাকশন, বায়োলজিকাল নাইট্রোজেন ফিক্সেশন, প্ল্যান্ট গ্রোথ প্রমোটিং রাইজোব্যাকটেরিয়া এবং ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট। আন্তর্জাতিক ও জাতীয় খ্যাতিমান জার্নালে তাঁর দেড় শতাধিক গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে।
তিনি মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, জার্মানি, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত, নেপাল এবং ভুটানে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ ও তাঁর বৈজ্ঞানিক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।
তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গবেষণা ছাড়াও গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন, সিন্ডিকেট সদস্য, পরিচালক (গবেষণা), পরিচালক (আন্তর্জাতিক বিষয়ক), মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রধান, বায়োটেকনোলজি বিভাগের প্রধান, লাইব্রেরির প্রধান এবং ট্রান্সপোর্ট কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি বেশ কয়েকটি পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিশেষজ্ঞ সদস্য (চ্যান্সেলর মনোনীত) এবং এনএআরএস সংস্থার গবেষণা কাজের মূল্যায়নকারী হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি নয়টি পেশাজীবী সংগঠন যেমন: বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর অ্যাডভান্সমেন্ট অব সায়েন্স, সয়েল সায়েন্স সোসাইটি অব বাংলাদেশ, বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্টস, বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর সায়েন্টিস্ট অ্যান্ড সায়েন্টিফিক প্রফেশন, প্ল্যান্ট ব্রিডিং অ্যান্ড জেনেটিকস সোসাইটি অব বাংলাদেশ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ স্কলারস এন্ড ফেলোস, কৃষিবিদ ইনিস্টিটিউশন এবং এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ এর আজীবন সদস্য।
বর্তমানে তিনি বাংলাদেশ মাইক্রোবায়োলজিস্টস সোসাইটির সভাপতি এবং বাংলাদেশের সয়েল সায়েন্স সোসাইটি অব বাংলাদেশ এর নির্বাহী কমিটির সদস্য। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ‘গণতান্ত্রিক শিক্ষক পরিষদ’ এর আহ্বায়ক, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ এবং শিক্ষক সমিতির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ৩১ মে পর্যন্ত প্রথম প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মনিরুজ্জামান দায়িত্ব শেষ করার পর মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভাইস চ্যান্সেলর পদটি শূন্য ছিল। প্রফেসর ড. এ আর এম সোলাইমান বর্তমানে বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেলেন।
আপনার মতামত লিখুন :