ছাত্রশিবিবের সাথী ও সদস্যদের পাঠ মূল্যায়ন পরীক্ষার পুরস্কার বিতরণ
বার্তাবিডি অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : ডিসেম্বর ২৭, ২০২৪ । ২:০৬ অপরাহ্ণ
ফলো করুন-
পুরস্কার তুলে দিচ্ছেন প্রফেসর চৌধুরী মাহমুদ হাসান
ঐতিহ্যের আলোকে পাঠ মূল্যায়ন পরীক্ষা-২৪ এ দেশ সেরা সদস্য এবং সাথীদের পুরস্কৃত করা হয়েছে। ১০ জন সদস্য এবং ১০ জন সাথী মিলিয়ে মোট ২০ জনকে পুরস্কৃত করা হয়েছে।
জনশক্তিদের মান সংরক্ষণের লক্ষ্যে আয়োজিত পাঠ মূল্যায়ন পরীক্ষা ২০২৪ এ সাথী এবং সদস্যদের প্রত্যেক গ্রুপে সেরা ১০ জনকে ঢাকা এনে জাতীয় পর্যায়ে পুরস্কৃত করা হয়েছে।
২৭ ডিসেম্বর (শুক্রবার) জাতীয় প্রেসক্লাবে (৩য় তলা আব্দুস সালাম হল) ইসলামী ছাত্রশিবিরের সদস্য ও সাথীদের পাঠ মূল্যায়ন পরীক্ষার’২৪ এর জাতীয় পর্যায়ের পুরস্কার প্রদান অনুষ্ঠান কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানটি সকাল ১০টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভিসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক সাবেক ডিন প্রফেসর চৌধুরী মাহমুদ হাসান এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. আজম ওবায়েদুল্লাহ। এছাড়াও ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারিয়েট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :