সর্বশেষ :

তারুণ্যের স্বদেশ পরিষদের উদ্যোগে কালিগঞ্জে শীতবস্ত্র বিতরণ


কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশের সময় : ডিসেম্বর ২২, ২০২৪ । ৬:১০ পূর্বাহ্ণ
তারুণ্যের স্বদেশ পরিষদের উদ্যোগে কালিগঞ্জে শীতবস্ত্র বিতরণ

তারুণ্যের স্বদেশ পরিষদের উদ্যোগে গাজীপুরের কালিগঞ্জে ২০ ডিসেম্বর (শুক্রবার) শীতবস্ত্র বিতরণ করা হয়।

তারুণ্যের স্বদেশ পরিষদের আহ্বায়ক আফিফ হাসান ইয়াকুবের সভাপতিত্বে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রায় ১০০ টি কম্বল শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ কল্যাণ ফোরামের চেয়ারম্যান ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্যপদপ্রার্থী জননেতা খাইরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল বাসেত এবং তারুন্যের স্বদেশ পরিষদের সদস্য সচিব সিনা ইবনে রুহুল সহপ্রমূখ সদস্যবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তারুন্যের স্বদেশ পরিষদের এমন মহতি উদ্যোগের জন্য ধন্যবাদ যানাই। বর্তমান সময়ে অনেক তরুণ সমাজ বিপদগামী হচ্ছে কিন্তু এর বিপরীতে এই তরুণরা সমাজের কল্যাণে ভূমিকা রাখছে আমরা সকল প্রকার সহযোগীতা দিয়ে তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আমি আশাকরি এই তারুণ্যের স্বদেশ পরিষদ ভবিষ্যতে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে। আপনারা জানেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সকল মানুষের অধিকার রক্ষায় সর্বদা ভূমিকা রেখে আসছে , ভবিষ্যতে আপনাদের পাশে
থাকতে পারি সেই জন্য আপনাদের দোয়া ও সমর্থন কমনা করছি।”

সভাপতির বক্তব্যে আফিফ হাসান ইয়াকুব বলেন- “তারুণ্যের স্বদেশ পরিষদের ভিশন ‘সমাজের প্রত্যেকটি অবহেলিত সেক্টরে সংস্কারই আমাদের লক্ষ্য’ এই ভিশনকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি। আপনারা আপনাদের সন্তানদের যাতে সুশিক্ষায় শিক্ষিত চরিত্রবান হিসেবে গড়ে উঠাতে পারেন সেই জন্য সর্বদা আপনাদের পাশে আমরা আছি ইনশাআল্লাহ । জানুয়ারি মাসে তারুণ্যের স্বদেশ পরিষদের উদ্যোগে ফ্রি-মেডিকেল ক্যাম্প করা হবে।আপনাদের সকলকে অগ্রিম দাওয়াত রইলো।”
এরপর কালীগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আগত সকল শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়। দুপুর ১২টা ১০ মিনিটে অনুষ্ঠান সমাপ্ত হয়।

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১