সর্বশেষ :

ঢাবি শিবিরের আলোচনা সভা


বার্তাবিডি অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : ডিসেম্বর ১৬, ২০২৪ । ৪:৩২ অপরাহ্ণ
ঢাবি শিবিরের আলোচনা সভা
৫৪তম বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ‘সাতচল্লিশ-একাত্তর-চব্বিশ: আমাদের বিজয় পরিক্রমা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শাখা সেক্রেটারি এস এম ফরহাদের সঞ্চালনায় এবং শাখা সভাপতি সাদিক কায়েম এর সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ও হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্যা গালিব, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের আহবায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক ও ছাত্রশিবির ঢাবি শাখার সাবেক সভাপতি আলী আহসান জুনায়েদ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ও ঢাবি শাখার সাবেক সভাপতি সিবগাতুল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার প্রমুখ আলোচনা করেন।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি শরফুদ্দিন, জাতীয় নাগরিক কমিটির যুগ্ম-সদস্য সচিব রাফে সালমান রিফাত প্রমুখ৷
এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, চব্বিশের শহীদ পরিবারের সদস্য ও আহতদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১