গাজীপুরে তিতাস গ্যাস কর্তৃপক্ষের উদ্যোগে এবং গাজীপুর জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রোববার ২শ অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন।
তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিসের উপ-ব্যবস্থাপক আসাদুজ্জামান আজাদ জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের লক্ষ্মীপুরা এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দিয়ে তিতাস কর্তৃপক্ষের অগোচরে বাসাবাড়িতে গ্যাস ব্যবহার করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় ওই এলাকায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত জাহান অনন্যা এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় ৪০টি আবাসিক বাড়িতে সংযুক্ত আনুমানিক ২শ অবৈধ লাইন বিচ্ছিন্ন করা হয়। অবৈধ সংযোগে ব্যবহৃত প্রায় ৫ ০০ ফুট পাইপ উত্তোলন করে জব্দ করা হয়।
অভিযানে তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের উপব্যবস্থাপক প্রকৌশলী আসাদুজ্জামান আজাদ ও মোঃ আমজাদ হোসেন, সহকারী প্রকৌশলী মোঃ রাকিব হাসান, সহকারি কর্মকর্তা আল আমিন সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :