সর্বশেষ :

টঙ্গী সরকারি কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


মির্জা নাদিম, টঙ্গী (গাজীপুর)
প্রকাশের সময় : ডিসেম্বর ১৫, ২০২৪ । ১১:৩৩ পূর্বাহ্ণ
টঙ্গী সরকারি কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বুদ্ধিজীবী দিবস বাংলাদেশে পালিত একটি বিশেষ দিবস। প্রতিবছর বাংলাদেশে ১৪ই ডিসেম্বর তারিখের দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়। ১৯৭১ সালের ১০ই ডিসেম্বর থেকে ১৪ই ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে বাংলাদেশের প্রায় সকল প্রথম শ্রেণীর বুদ্ধিজীবীকে হত্যা করে। এই জন্য প্রতিবছর ১৪ ডিসেম্বর বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়।

১৪ ডিসেম্বর (শনিবার) সকাল ১০টায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান টঙ্গী সরকারি কলেজে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বুদ্ধিজীবী দিবস উদযাপন কমিটির আহবায়ক ও শিক্ষক পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ফারজানা পারভিন।

প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, শহিদ বুদ্ধিজীবী দিবস দেশের স্বাধীনতা ও মুক্তিসংগ্রামের ইতিহাসের সবচেয়ে মর্মন্তুদ দিন। এ দিন ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বিজয়ের ঊষালগ্নে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হারানোর দুঃসহ বেদনার দিন। আমরা টঙ্গী সরকারি কলেজের পক্ষ থেকে আজকের এই দিনে সেই সমস্ত শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করছি যারা দেশের জন্য নিজের জীবন দিয়েছে। আমরা সেই সমস্ত শহীদ বুদ্ধিজীবীদের আকাঙ্ক্ষা পূর্ণতার জন্য কাজ করবো।

উক্ত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ফারজানা পারভীন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. আবুল কালাম আজাদ সহ ইংরেজি বিভাগের অধ্যাপক তাহমিনা সোবহান প্রমূখ।

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১