মতবিনিময় সভা

গাজীপুরে ছাত্র নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসক


গাজীপুর প্রতিনিধি
প্রকাশের সময় : আগস্ট ৯, ২০২৪ । ১০:৫৭ পূর্বাহ্ণ
গাজীপুরে ছাত্র নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসক
গাজীপুর জেলা প্রশাসকের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দদের মতবিনিময়

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করেছেন গাজীপুর জেলা প্রশাসক। বৃহস্পতিবার (৯ আগস্ট) জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে মতবিনিময় করে গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মুহাম্মদ সফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা পুলিশ সুপার সফিকুল আলম সহ অন্যান্য কর্মকর্তারা বৃন্দ।

মতবিনিময় সভায় শিক্ষার্থীরা নানা অসঙ্গতির কথা তুলে ধরে বলেন, আমরা হানাহানি চাই না, শান্তি চাই। চাঁদাবাজি, হয়রানি, বিচার বহির্ভূত হত্যা, গুম যেনো না হয় এমনটি দাবি জানায়। তাদের সাথে একাত্মতা প্রকাশ করে সকল দপ্তরের সাথে সমন্বয় করে এবিষয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান জেলা প্রশাসক আবুল ফাতে মুহাম্মদ সফিকুল ইসলাম।

এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আহ্বান জানান তিনি। বিভিন্ন বিষয় বর্ণনা করে তিনি গুজবে কান না দেয়ারও আহ্বান জানান। এছাড়া তাদের কাজে সহযোগীতায় হাত বাড়িয়ে এক সাথে কাজ করারও প্রত্যয় ব্যক্ত করেন জেলা প্রশাসক।

আর্কাইভ

সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০