সর্বশেষ :

খালের পানির দূষণ থেকে রক্ষায় গাজীপুরে মানববন্ধন


গাজীপুর প্রতিনিধি
প্রকাশের সময় : ডিসেম্বর ২২, ২০২৪ । ১২:০২ অপরাহ্ণ
খালের পানির দূষণ থেকে রক্ষায় গাজীপুরে মানববন্ধন

গাজীপুরে রবিবার সকালে খালের দূষিত পানি থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। নগরীর ৩২নং ওয়ার্ডে জাঝর এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

নববন্ধনে স্থানীয়রা অভিযোগ করেন, গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস মোড় থেকে নগরীর ১৫, ১৭, ও ৩২নম্বর ওয়ার্ডসহ কয়েকটি ওয়ার্ডের উপর দিয়ে মোগড়খালটি প্রবাহিত হয়েছে। প্রায় ৩০ কিলোমিটার দৈর্ঘে্যর এ খালটি বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে প্রবাহিত হয়ে টঙ্গী খালে গিয়ে শেষ হয়েছে। খালটির সূচনা স্থান থেকেই দূষনের শিকার হয়ে আসছে। মহানগরীর ভোগড়া ও আশপাশের এলাকার বিভিন্ন কলকারখানা, বাসাবাড়ি ও বাজারের দূষিত পানি এ খালটি দিয়ে প্রবাহিত হয়। খালটির পাশে যারা বসবাস করেন এ খালের দুূষিত পানির ঝাঁঝালো গন্ধে বসবাস করা দূষ্কর হয়ে পড়েছে। খালপারের কোনো জমিতে ফসলাদি হয় না। লালনপালন করা যায়না কোনো গৃহপালিত প্রাণিও। এছাড়া খালের পাড়ে বসবাসকারী শিশু—নারী—পুরুষ ও সাধারণ মানুষের নানা প্রকার রোগ বালাই লেগেই আছে। তাই দূষণে অতিষ্ট এলাকার মানুষ রাস্তায় নামতে বাধ্য হয়েছে।

স্থানীয় বাসিন্দা আক্তারুজ্জামান বাবুল বলেন, আমরা বারবার এ খালের দূষণের বিষয়টি গাজীপুরের জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরকে জানালেও কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না।

মানববন্ধনে এলাকার শিশু, নারী—পুরুষসহ বিভিন্ন শ্রেণী পেশার মানষ স্বত:স্ফূর্তভাবে অংশ নেয়। এতে বক্তব্য রাখেন শ্রমিকদল নেতা আক্তারুজ্জামান বাবুল, হাজী মুজিবুর রহমান, হাজী মোঃ নওয়াব আলী, আব্দুর রশিদ, আব্দুর রহিম, মোঃ সেলিম মিয়া, আবু হানিফ প্রমুখ।
মানববন্ধনে অবিলম্বে মোগড়খালের দূষণ থেকে এলাকাবাসীকে রক্ষার জন্য সরকারের সংশ্লিষ্ট কতৃর্পক্ষের নিকট জোর দাবি জানানো হয়।

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১