মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) গাজীপুর সদর মেট্রো থানা জামায়াতের উদ্যোগে বিশাল বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।র্যালিটি গাজীপুর মহানগরের শিববাড়ি মোড় থেকে শুরু করে জয়দেবপুর বাজার, প্রেসক্লাব ও মহিলা কলেজ হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
র্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর মোঃ খায়রুল হাসান। ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গাজীপুর সদর মেট্রো থানা জামায়াতের আমীর, কাপাসিয়া ৪ আসন থেকে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী সালাহ উদ্দিন আইয়ুবীর সভাপতিত্বে ও মেট্রো সদর থানা জামায়াতের নায়েবে আমীর এ্যাড. সাদেকুজ্জামান খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহানগর জামায়াতের নায়েবে আমীর মোঃ হোসেন আলী, আফজাল হোসাইন, সহকারি সেক্রেটারি আজহারুল ইসলাম মোল্লা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মো: খায়রুল হাসান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী স্বাধীনতার অতন্দ্র প্রহরী হিসাবে, কান্ডারী হিসাবে এদেশের ১৬ কোটি মানুষকে সাথে নিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করবো ইনশাআল্লাহ।
জামায়াতের বিজয় র্যালী যে বার্তা দেয়….
র্যালী শেষে মহানগর জামায়াতের নায়েবে আমীরের বক্তব্য (ভিডিও)
র্যালী শেষে সদর মেট্টো সদর থানা আমীরের বক্তব্য (ভিডিও)
আপনার মতামত লিখুন :