যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস -২০২৪ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা করেছে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ), গাজীপুর মহানগর।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজবাড়ী শহীদ মিনারে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।
পরে নিসআ’র গাজীপুর মহানগর শাখার অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ), গাজীপুর মহানগর শাখার সভাপতি জাহিদ হাসান ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন নিসআ’র গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ।
এসময় আরো বক্তব্য রাখেন বসুন্ধরা শুভসংঘ গাজীপুর জেলা শাখার সভাপতি মো. ইমরান হোসেন, দৈনিক অগ্নিশিখা পত্রিকার গাজীপুর প্রতিনিধি হেলেনা আক্তার শিমলা, সাবেক বিডিআর সদস্য মো: মাসুম বিল্লাহ, নিসআ’র গাজীপুর মহানগরের সদস্য মো. শহিদুল ইসলাম সোহেল, মো. নুরে আলম, আসিফুজ্জামান, মোঃ ইয়াছির আরাফাত, নাসির উদ্দিন তুসি প্রমুখ।
সভায় বক্তারা তাদের বক্তব্যে অকুতোভয় ১৯৭১ ও ২৪ এর বীরদের বীরত্বের ইতিহাস তুলে ধরেন।
আপনার মতামত লিখুন :