গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ ফারুক ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬) সকালে ঢাকা—ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী এরশাদনগর এলাকায় এ ঘটনা ঘটে। ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা তার দু’টি মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।
গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আফজাল হোসাইন জানান, আবু সাঈদ মোহাম্মদ ফারুক বৃহস্পতিবার ফজরের নামাজের পর টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা গেট থেকে মহাসড়কের পশ্চিম পাশ দিয়ে স্থানীয় আউচপাড়ায় যাচ্ছিলেন। এসময় স্থানীয় এরশাদ নগর এলাকায় তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে তার দু’টি মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। পায়ে ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর একটি প্রাইভেট হাসপাতালে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বাসায় ফিরেন। খবর পেয়ে মহানগর জামায়াত নেতৃবৃন্দ তাকে বাসায় দেখতে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে ছিনতাইকারীদের গ্রেফতারের জন্য পুলিশের কয়েকটি টীম এলাকায় অভিযানে নেমেছে।
আপনার মতামত লিখুন :